শেষ দুই ওভারে দরকার ২৪ রান। রভম্যান পাওয়েল, যিনি ৩৮ বলে ৬৩ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেছিলেন, কিছুক্ষণ আগে আউট হয়েছেন। ম্যাচ তখন প্রায় সমান অবস্থানে। পাওয়েলের পর থেকেই নিজের ওপর পুরো আলোটা নিয়ে নেন সিকান্দার রাজা।
ছোট দলের বড় খেলোয়াড় হিসেবে সিকান্দার রাজা দিন দিন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠছেন। এবার তিনি শেষ মুহূর্তে আইএল টি-২০ চ্যাম্পিয়ন করে দুবাই ক্যাপিটালসকে শিরোপা এনে দেন।
মোহাম্মদ আমিরের করা ১৯তম ওভারে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচটিকে দুবাইয়ের দিকে টেনে নিয়ে যান রাজা। শেষ ওভারের প্রথম দুই বলেও তিনি একে একে হাঁকান ছক্কা আর চার। সিকান্দার রাজার পারফরম্যান্সে উল্লসিত হয়ে যায় দুবাই ক্যাপিটালস।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে ডেজার্ট ভাইপারসকে ৪ উইকেটে হারিয়ে আইএল টি-২০ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্যাম বিলিংসের নেতৃত্বে দুবাই ক্যাপিটালস।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ডেজার্ট ভাইপারস ৫ উইকেটে ১৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। ম্যাক্স হল্ডেন ৫১ বলে ৭৬ রান করেন। আর শেষের দিকে স্যাম কারান ৩৩ বলে অপরাজিত ৬২ এবং আজম খান ১৩ বলে ২৭ রানের হার না মানা ইনিংস খেলেন।
জবাবে ৩১ রানে ৩ উইকেট হারানোর পর শাই হোপ ধীর গতিতে খেলা শুরু করেন। ৩৯ বলে ৪৩ রান করে ক্যারিবীয় ওপেনার। তবে রভম্যান পাওয়েল দুরন্ত খেলেন, ৩৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন এবং দলকে জয়ী পথে নিয়ে যান।
এরপর ১০ বলে ২১ রান করে দলের কিছু দায়িত্ব তুলে দেন দাসুন শানাকা। বাকিটা একাই সামলেছেন সিকান্দার রাজা, ১২ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় হার না মানা ৩৪ রানে দলকে শিরোপা এনে দিয়ে মাঠ ছাড়েন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।
সুপ্তি / টিডিএস