পিঠের চোটে চ্যাম্পিয়নস ট্রফি ছাড়লেন গজনফর

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তান দলেও চোটের ধাক্কা! পিঠের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন স্পিনার আল্লাহ গজনফর। গজনফরের অনুপস্থিতিতে তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নানগায়াল খারোতি।

গজনফর আফগানিস্তানের তরুণ প্রতিভা হলেও, মাত্র ১১ ওয়ানডে (২১ উইকেট) এবং ১ টেস্ট (৪ উইকেট) খেলে ইতোমধ্যে তিনি তারকা হয়ে উঠেছেন। সর্বশেষ, তিনি খেলছিলেন সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে। তবে চোটের কারণে মুজিব উর রেহমানও আগেই দলে ছিলেন না।

গজনফরের চোট আফগানিস্তানের সর্বশেষ টেস্ট সিরিজে, জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে গিয়ে হয়েছিল। ওই চোট নিয়েই তিনি টি-টোয়েন্টি লিগে খেলেছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গজনফরকে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে এবং এই সময়ে তার পুনর্বাসন চলবে। এর মানে, তিনি আইপিএলও মিস করবেন, যেখানে মুম্বাই ইন্ডিয়ানস প্রথমবারের মতো তাকে দলে নিয়েছিল।

গজনফরের বদলে দলে নেওয়া হয়েছে নানগায়াল খারোতি, যিনি আফগানিস্তানের হয়ে ৭টি ওয়ানডে খেলেছেন। তার সর্বশেষ ওয়ানডে ছিল গত বছরের নভেম্বর, শারজায় বাংলাদেশ বিপক্ষে। এই বাঁহাতি স্পিনার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে তার ওয়ানডে ক্যারিয়ারে ১১টি উইকেট রয়েছে।

আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলবে ২১ ফেব্রুয়ারি, করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

সুপ্তি / টিডিএস

You may also like