আইপিএল শুরুর সময়সূচিতে বড় পরিবর্তন!

স্পোর্টস ডেস্ক

আগামী ২১ মার্চ শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর আসর। তবে তা এক দিন পিছিয়ে ২২ মার্চ শুরু হতে পারে।

এমন পরিবর্তন আসলেও উদ্বোধনী ম্যাচের দল ও ভেন্যু অপরিবর্তিত থাকবে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি দৈনিক এ খবর প্রকাশ করেছে।

পূর্বে বিসিসিআইয়ের রাজীব শুক্লা জানিয়েছিলেন, এবারের আইপিএল ২১ মার্চ শুরু হয়ে ২৫ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। তবে এবার সূচিতে পরিবর্তন আসছে, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

বিসিসিআইয়ের সূত্রের বরাতে জানানো হয়েছে, ‘আইপিএল শুরুর দিন পিছিয়ে ২২ মার্চ হবে। তবে উদ্বোধনী ম্যাচের ভেন্যু পরিবর্তন হবে না, সেই মাঠেই প্রথম ম্যাচ হবে এবং ফাইনালও ইডেনে অনুষ্ঠিত হবে।’

ফাইনালের তারিখ অপরিবর্তিত থাকছে । গত বছরের শেষে আইপিএলের মেগা নিলামে ১৮২ জন ক্রিকেটার কিনতে দলগুলো ৬৩৯.১৫ কোটি রুপি খরচ করেছে, যেখানে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে কিনেছে লক্ষ্ণৌ, যা আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড।

সুপ্তি / টিডিএস

You may also like