লোভে পড়ে ইচ্ছাকৃত ভুল কোলিনার

স্পোর্টস ডেস্ক

২০০২ বিশ্বকাপ ফাইনালের বলটি নেওয়ার জন্যই তিনি ১৩ বা ১৪ সেকেন্ড পর (শেষ) বাঁশি বাজিয়েছিলেন।

ইচ্ছাকৃত সেই ভুলের কথা সম্প্রতি লা রিপাবলিকা পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন সাবেক ইতালিয়ান এই রেফারি।

জার্মানিকে ২–০ গোলে হারিয়ে ব্রাজিলের বিশ্বকাপের শিরোপা জেতা সেই ম্যাচ নিয়ে কোলিনা বলেছেন, ‘আমার কাছে এমন একটি সংগ্রহ আছে, যেটা শুনলে ফুটবল–জাদুঘর হিংসা করবে।’

তিনি বলেন, ‘আমার কাছে ২০০২ বিশ্বকাপ ফাইনালের বলটি আছে। সেদিন আমি হয়তো ১৩ বা ১৪ সেকেন্ড পর বাঁশি বাজিয়েছি। এটা কোনো প্রভাব ফেলেনি। আমি শুধু নিশ্চিত করতে চেয়েছি বলটি যেন আমার হাতে আসে আর আমি সেটা বাড়িতে নিয়ে যেতে পারি।’

কোলিনা বর্ণনা দিয়েছেন ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে বলটি নিয়ে কী হয়েছিল, ‘পুরস্কার বিতরণীতে আমি পদক আনতে যাওয়ার আগে সংগঠকদের একজন বলেছিল, ‘পিয়েরলুইজি বলটি আমার কাছে রেখে যাও, পরে নিয়ে যেও।” আমি বলেছিলাম কোনো সুযোগ নেই, বলটি আমার কাছেই থাকুক। অনুষ্ঠানের ছবিগুলোতে দেখবেন সারাক্ষণই বলটি আমি হাতে রেখেছিলাম।’

ফুটবলপ্রেমীদের কাছে খুবই পরিচিত নাম পিয়েরলুইজি কোলিনা। মুণ্ডিত মস্তক ও নীল চোখের এই ইতালিয়ান রেফারি দীর্ঘ এক দশক আন্তর্জাতিক ফুটবলে দাপটের সঙ্গে রেফারিং করেছেন। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ছয় বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকসের ‘বিশ্বসেরা রেফারির’ খেতাবও জিতেছেন তিনি।

ইউএ / টিডিএস

You may also like