গোলরক্ষকের মূল কাজ সাধারণত প্রতিপক্ষের আক্রমণ প্রতিরোধ করে গোলবার অক্ষুণ্ণ রাখা। তবে কিছু গোলরক্ষক রয়েছেন যারা গোল করার পাশাপাশি অ্যাসিস্টে রেকর্ডও গড়েছেন। এরই মধ্যে ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মোরায়েস ইংলিশ প্রিমিয়ার লিগে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন।
গতকাল (রোববার) প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ম্যানচেস্টার সিটি নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে হারায়। এই ম্যাচেই এডারসন রেকর্ড গড়েন। ১৯তম মিনিটে, সিটির গোলরক্ষক নিজে বল ভাসিয়ে নিউক্যাসল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে সহকারী শটে মারমুশের গোলের সুযোগ তৈরি করেন। এডারসনের এই অসাধারণ অ্যাসিস্টের মাধ্যমে তিনি প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ৬টি অ্যাসিস্টের রেকর্ড অর্জন করেন।
এডারসন এই মৌসুমেই তিনটি অ্যাসিস্ট করেছেন, যা তাকে পল রবিনসনকে ছাড়িয়ে রেকর্ড গড়তে সাহায্য করেছে। রবিনসন প্রিমিয়ার লিগে ৫টি অ্যাসিস্ট করে এই রেকর্ডের অধিকারী ছিলেন। এডারসনের গোলরক্ষক হিসেবে গোলের সুযোগ তৈরি এবং দীর্ঘ পাস দেওয়ার দক্ষতা প্রশংসিত। ইতোমধ্যে তিনি চ্যাম্পিয়ন্স লিগে আরেকটি অ্যাসিস্টের সাথে প্রিমিয়ার লিগে ৭টি অ্যাসিস্ট করেছেন এবং তিনবার গোল্ডেন গ্লাভস জিতেছেন।
সুপ্তি / টিডিএস