৬৫ বছর বয়সে সাধারণত মানুষ বিশ্রামে চলে যান এবং নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটান। কিন্তু ব্র্যাডলি ও’ডেল এর ক্ষেত্রে পুরোপুরি ব্যতিক্রম। ৬৫ বছর বয়সেও তিনি ক্রিকেট খেলছেন এবং তৈরি করেছেন একটি রেকর্ড।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচে ৬৫ বছর বয়সী ব্র্যাডলি ও’ডেল ইনিংসে ১০ উইকেট নেন। শনিবার (১ মার্চ) নিউ সাউথ ওয়েলসের চতুর্থ স্তরের প্রতিযোগিতায় নিউক্যাসল সিটি ক্রিকেট ক্লাবের হয়ে তিনি এই কীর্তি গড়েন।
ও’ডেল ১৩.৪ ওভারে ২০ রান দিয়ে ১০ উইকেট নেন। তিনি শুধু ইনিংসের সব উইকেটই নেননি, বরং একটি হ্যাটট্রিকও করেন। তার নেওয়া ১০ উইকেটের মধ্যে ৫টি ছিল ক্যাচ, ৩টি বোল্ড এবং ২টি এলবিডব্লিউ। ও’ডেলের দুর্দান্ত স্পিনে নিউক্যাসল অলআউট হয়ে যায় মাত্র ৯২ রানে।
নিজের এমন অর্জনের অনুভূতি জানাতে গিয়ে ও’ডেল এবিসি নিউজকে বলেছেন, ‘এমন কিছু আমি আগে করিনি। নিজের এই অর্জন নিয়ে আমি দারুণ আনন্দিত। সবাই আমাকে জড়িয়ে ধরে উদযাপন করছিল। তারা সবাই আমাকে ঘিরে ধরেছিল। ব্যাপারটা দারুণ ছিল।’
ও’ডেলের এই কীর্তি নিয়ে উচ্ছ্বসিত স্থানীয়রাও। নিউক্যাসলের অধিবাসী ও স্কোরার জাস্টিন মোরান বলেন ‘এই মাঠে এমন কিছু এর আগে দেখা যায়নি। সবাই জানতো এটা অনেক বড় একটি মুহূর্ত। এমনকি প্রতিপক্ষ দলও ও’ডেলের এমন কাণ্ডে হতবাক।’
সুপ্তি / টিডিএস