দিনে রোজা, রাতে ফুটবল—মুসলিম ফুটবলারদের জন্য ইউরোপিয়ান ফুটবলের বাস্তবতা এমনই। মোহাম্মাদ সালাহ, নাসের মাজরাউই কিংবা ওমর মারমৌশের মতো তারকারা রমজানের রোজা রেখে মাঠে নেমেছেন। সেই তালিকায় যুক্ত হয়েছে আরেক নাম—উঠতি ফুটবল সেনসেশন লামিনে ইয়ামাল।
বাবা মরক্কোর, মা গিনির—জন্ম স্পেনে। মুসলিম পরিবারে বেড়ে ওঠা লামিনে ইয়ামাল বার্সেলোনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন হ্যান্সি ফ্লিকের দলে। পবিত্র রমজান মাসে বিশ্বের অন্যান্য মুসলমানদের মতো তিনিও রোজা পালন করছেন। সেখানেই খেলছেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রমজানের রোজা পালনে লামিনে ইয়ামাল কোনো বাধার মুখে পড়ছেন না। বরং বার্সেলোনার মেডিক্যাল বিভাগ তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ক্লাবের নিজস্ব পুষ্টিবিদদের তত্ত্বাবধানে ইয়ামালের সাহরি ও ইফতারের জন্য বিশেষ খাদ্যতালিকা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
বার্সেলোনার হয়ে এর আগে ফ্র্যাংক কেসি ও ওসমান ডেম্বেলে রমজানে রোজা রেখেই খেলেছেন। তাই ক্লাবে এ নিয়ে কোনো অস্বাভাবিকতা নেই। তবে চলতি মাসে ইয়ামাল লা মাসিয়া ত্যাগ করে দাদি ফাতিমা ও চাচা আব্দুলের বাড়িতে অবস্থান করছেন। যেখানে তার ইফতারের ব্যবস্থা করা হচ্ছে।
ক্লাবও তার রোজার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। বিশেষ করে ম্যাচের দিনগুলোতে। যেমন আজ রাতে বেনফিকার বিপক্ষে বার্সেলোনার ম্যাচের সময়ও এদিক নজর রাখা হবে। যদি তিনি শুরুর একাদশে থাকেন তাহলে রোজা রেখেই মাঠে নামতে হবে এবং ম্যাচ চলাকালীনই ইফতার করতে হবে।
ইউএ / টিডিএস