ম্যাচ শুরুর আগে গিনেস বুকের পক্ষ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে সম্মানিত করা হয়, কারণ তিনি আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী খেলোয়াড় হিসেবে ১৩২টি জয় অর্জন করেছেন। এ সম্মাননা আজ তাঁর হাতে তুলে দেওয়া হয়।
তবে ষষ্ঠ মিনিটে পাওয়া পেনাল্টি মিস করে রোনালদো। তার দুর্বল শটটি ডেনমার্কের গোলরক্ষক কেসপার স্মাইকেল সহজেই রক্ষা করেন। এমন পরিস্থিতিতে রোনালদো যেন দলের জন্য খলনায়ক হয়ে উঠছিলেন। তবে দ্বিতীয়ার্ধে গোল করে সেই ভুল শোধরান এবং পর্তুগাল ৫-২ গোলে ডেনমার্ককে হারিয়ে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নেয়।
ম্যাচের ৩৮ মিনিটে পর্তুগাল এগিয়ে যায়, যখন ডেনমার্কের জোয়াকিম আন্দ্রেসেনের আত্মঘাতী গোলে গোল হয়। তবে ৫৬ মিনিটে ডেনমার্ক সমতা ফেরায়, রাসমুস ক্রিস্টেনসেনের গোলের মাধ্যমে। প্রথম লেগে ডেনমার্ক ১-০ ব্যবধানে জয় লাভ করেছিল, তাই এই ম্যাচ ছিল পর্তুগালের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ।
৭২ মিনিটে রোনালদো পর্তুগালের দ্বিতীয় গোলটি করেন, তবে চার মিনিট পর ক্রিশ্চিয়ান এরিকসেন গোল করে ডেনমার্ককে আবার সমতায় ফেরান। তবে পর্তুগাল থেমে থাকেনি এবং ৮৬ মিনিটে ফ্রান্সিসকো ত্রিনকাও দলের তৃতীয় গোলটি করেন।
নির্ধারিত সময় শেষে পর্তুগাল ৩-২ গোলে এগিয়ে থাকে, অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে। ৯১ মিনিটে ত্রিনকাও নিজের দ্বিতীয় গোলটি করেন, এবং ১১৫ মিনিটে গনসালো রামোস পর্তুগালের পঞ্চম গোলটি করেন।
এই জয়ের ফলে পর্তুগাল উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে চলে যায়, যেখানে তারা জার্মানির মুখোমুখি হবে। জার্মানি ইতালিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। ইতালির সঙ্গে তাদের ম্যাচও গোলবহুল ছিল, যেখানে দুই দল ৩-৩ গোল করে ম্যাচ ড্র করে। তবে আগের লেগে ২-১ ব্যবধানে জয় পাওয়া জার্মানি ৫-৪ ব্যবধানে সামগ্রিক লড়াইয়ে জয়ী হয়ে সেমিফাইনালে চলে যায়।