মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস তিন বছরের মধ্যে তৃতীয়বার ভারতে সফর করেছেন। এবার তিনি গেটস ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গিয়েছেন।
যুক্তরাষ্ট্রের এই ধনকুবের তার ভারত সফরে টেন্ডুলকারের সঙ্গে বিশেষ তিনটি মুহূর্তের ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেন। একই সঙ্গে টেন্ডুলকারও তিনটি ভিডিও পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে।
চার দিন আগে গেটস ও টেন্ডুলকার তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, দুজন একসঙ্গে বসে একই খাবার উপভোগ করছেন। পাত্রে রাখা খাবারটি দেখতে অনেকটা বার্গার ও স্যান্ডউইচের মতো। ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছিল, দুজনই বেশ আনন্দ নিয়ে খাবার খাচ্ছেন।
ভিডিওর স্ক্রিনে লেখা, ‘সার্ভিং সুন।’ গেটসের পোস্ট করা এই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘কাজে নামার আগে স্ন্যাক ব্রেক।’ তা কাজটা কী সেটা নিয়ে গেটস নিজের ব্লগে লিখেছেন, ‘আমি নতুন আইডিয়া নিয়ে ফিরেছি। কারণ ভারত স্মার্ট ও উচ্চাভিলাষী মানুষে পরিপূর্ণ যেখানে বিশ্বের সবচেয়ে কঠিন কিছু সমস্যা লোকে সৃষ্টিশীলতার মাধ্যমে মোকাবিলা করছে।’
ইউএ / টিডিএস