অস্ট্রেলিয়ার অন্যতম আইকনিক ক্রিকেট স্টেডিয়াম এবং টেস্ট ক্রিকেটের অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী গাব্বা স্টেডিয়াম ২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) কুইন্সল্যান্ড সরকার এই পরিকল্পনার ঘোষণা দিয়েছে। নতুন স্টেডিয়ামটি ব্রিসবেনে ক্রিকেটের নতুন আবাসস্থল হবে। ব্রিসবেনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিককে সামনে রেখে ৬৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন নতুন স্টেডিয়াম এবং ইনডোর সুইমিং ভেন্যু নির্মাণ করা হচ্ছে যার কারণে গাব্বা স্টেডিয়ামটি অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে। এই নতুন স্টেডিয়ামে ২০৩২ অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ অ্যাথলেটিক্সের আয়োজন করা হবে।
কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি এ বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, ব্রিসবেন শহরের কেন্দ্রস্থলে নতুন স্টেডিয়াম এবং অ্যাকুয়াটিক সেন্টার নির্মাণ করা হবে, যেখানে ২৫ হাজার সমর্থক একসাথে প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন। ক্রিসাফুলি গণমাধ্যমে বলেন, “শেষ পর্যন্ত কুইন্সল্যান্ড একটি পরিকল্পনা করতে পেরেছে। সময়ই সবকিছু বলে দিবে। আশা করি নতুন স্টেডিয়াম দেখে সবাই আকৃষ্ট হবে।”
২০৩২ অলিম্পিক ব্রিসবেনে অনুষ্ঠিত হবে, যা অস্ট্রেলিয়ায় তৃতীয়বারের মতো অলিম্পিকের আয়োজন। ১৯৫৬ সালে মেলবোর্ন ও ২০০০ সালে সিডনি গেমসের পর এবার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।
দুই বছর আগে সরকারের পক্ষ থেকে গাব্বা ক্রিকেট গ্রাউন্ড সংস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল, এবং সঙ্গে ১৭ হাজার আসন বিশিষ্ট ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ছিল। তবে সেই পরিকল্পনাকে পাশ কাটিয়ে ক্রিসাফুলি বলেছেন, সংস্কার কাজে যে পরিমাণ অর্থ ব্যয় হবে, তার চেয়ে একটি স্থায়ী সমাধান প্রয়োজন। নতুন স্টেডিয়ামটি ক্রিকেটের পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য বড় ইভেন্টের জন্য ব্যবহৃত হবে।
ইউএ / টিডিএস