রোনালদোকে পরিপূর্ণ খেলোয়াড় মানেন লুইস

স্পোর্টস ডেস্ক

সম্প্রতি এক সাক্ষাৎকারে লুইস সাহা জানিয়েছেন রোনালদোই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার সম্বোধন করে তিনি বলেছেন, ‘আমি সব সময় বলে এসেছি সেই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। এ ক্ষেত্রে অন্য যেকোনো খেলোয়াড়ও মাঠে সব কিছু করতে পারে। তবে সব কিছু মিলিয়ে যেকোনো খেলায় যেকোনো পর্যায় থেকে যদি শুরু করতে চান তাহলে অবশ্যই সে ফুটবল খেলোয়াড়দের মধ্যে সেরা সংস্করণ। যদি আপনি কিছুটা ভিন্ন স্টাইলে দেখতে চান তাহলে আপনার দলে থাকা অন্য খেলোয়াড় বা মেধাবীদের দিকে তাকাতে পারেন।তবে একটা যন্ত্র বা রোবট হিসেবে দেখতে চাইলে সেই সবচেয়ে এগিয়ে থাকবে।’

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছা রোনালদোর খেলা দেখে এখনো অভিভূত হন বলে জানিয়েছেন সাহা। ৪৬ বছর বয়সী সাবেক ফরাসি ফরোয়ার্ড বলেছেন, ‘মনে করি, এখনো তার ২০ বছর বয়সী একজন খেলোয়াড়ের হৃদয় আছে। সে প্রতিটি আবেগ প্রকাশ করে। সে সেখানে (২০২৬ বিশ্বকাপ) থাকতে চায়। আশা করি, সে দলকে সহায়তা করে তা প্রমাণও করতে পারে। সে এটাই করেছে (ডেনমার্কের বিপক্ষে)। এ বয়সেও তার এমন খেলা দেখে আমি অভিভূত হই। এটা বিশাল এক অর্জন।’

ইউএ / টিডিএস

You may also like