এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ শেষ করে ইংল্যান্ডে ফিরে জয়ের দেখা পেয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার শেফিল্ড ইউনাইটেডের হয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপে কভেন্ট্রিকে পরাজিত করে শীর্ষে উঠে গেছেন।
গত মঙ্গলবার বাংলাদেশ দলের জার্সিতে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে অভিষেক হয় হামজার। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তিনি মাঝমাঠে দারুণ খেলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হলেও বেশ ভালো খেলেন।
শিলংয়ের ম্যাচ শেষ করে বৃহস্পতিবার ইংল্যান্ড ফিরে আসেন হামজা। পরের দিন, শুক্রবার, চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠে নামেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে শেফিল্ড জিতেছে কভেন্ট্রি ৩-১ ব্যবধানে।
ইংল্যান্ডে ফিরেই বেশি বিশ্রাম নিতে পারেননি হামজা। ৮৯ মিনিট মাঠে থাকা এই মিডফিল্ডার গোল করতে পারেননি, তবে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। ম্যাচ শেষে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় দর্শকরা দাঁড়িয়ে তাকে করতালির মাধ্যমে সম্মান জানান।
এই জয়টি শেফিল্ড ইউনাইটেডকে ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে দিয়েছে। প্রিমিয়ার লিগে সরাসরি খেলার জন্য তারা একধাপ এগিয়ে গেছে।