ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা তার দলের খেলোয়াড়দের জন্য বোনাস নিয়ে এক বিস্ময়কর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ক্লাব বিশ্বকাপ জিতলেও তার বা তার দলের কেউই বোনাস পাওয়ার যোগ্য নয়।
আগামী ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া ৩২ দলের নতুন কাঠামোর ক্লাব বিশ্বকাপের জন্য বিশাল আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ফিফা। শিরোপা জিতলে ম্যানচেস্টার সিটি প্রায় ৯.৭ কোটি পাউন্ড (১৫২৪ কোটি টাকা) পুরস্কার পেতে পারে। তবে গার্দিওলা মনে করেন, এই মৌসুমে তার দল কোন অতিরিক্ত পুরস্কার পাওয়ার যোগ্য নয়।
সিটি বর্তমানে প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে রয়েছে, এবং তারা চ্যাম্পিয়নস লিগ ও কারাবাও কাপ থেকে বাদ পড়েছে। একমাত্র এফএ কাপের জন্য তাদের আশা এখনও বেঁচে আছে।
গার্দিওলা সংবাদ সম্মেলনে বলেন, “এই মৌসুমে আমরা কোনো বোনাস পাওয়ার যোগ্য নই। আমরা যদি ক্লাব বিশ্বকাপ জিতিও তবে সেটি পুরোপুরি ক্লাবের প্রাপ্য। কোচ বা খেলোয়াড়দের জন্য কোনো বোনাস বা ঘড়ি উপহার পাওয়ার যোগ্য নয় আমরা।”
এছাড়া সিটির বিরুদ্ধে আর্থিক নীতি ভঙ্গের ১১৫টি অভিযোগ রয়েছে যার ফলস্বরূপ বড় জরিমানা বা পয়েন্ট কাটা হতে পারে। তবে গার্দিওলা মনে করেন এই অভিযোগগুলো দলের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না এবং তিনি বলেন, “আমরা তো এক বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছি আরও এক, দুই বা তিন সপ্তাহে কী হবে সেটা দেখাই যাক।”
ইউএ / টিডিএস