উইকেট উদযাপনে শাস্তি ও ট্রোলের মুখে দিগভেশ

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটে উদযাপনের নানা রকম শৈলী দেখা যায়, যেখানে প্রতিটি ক্রিকেটারের আনন্দ প্রকাশের নিজস্ব এক ধরন থাকে। এমন কিছু উদযাপন, বড় বা ছোট, অনেক সময় খবরের শিরোনাম হয়ে ওঠে। এর মধ্যে একটি জনপ্রিয় উদযাপন হলো ‘নোটবুক সেলিব্রেশন’। এর মধ্যে উইকেট নেওয়ার পর হাতের তালুকে কাল্পনিক খাতা তৈরি করে তাতে কলম দিয়ে লেখার ভঙ্গি করা হয়। তবে এই ধরনের উদযাপনের জন্য এক বোলারকে আইপিএলে শাস্তি এবং ট্রোলের শিকার হতে হচ্ছে।

গতকাল (মঙ্গলবার) লখনৌর অটলবিহারি পাজপেয়ি একানা স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংসের। ম্যাচটিতে লখনৌ’য়ের স্পিনার দিগভেশ রাঠি ছিলেন সবচেয়ে ইকোনমিক্যাল বোলার। ৪ ওভারে ৩০ রান দিয়ে তিনি ২ উইকেট নেন। তার প্রথম উইকেটটি ছিল প্রিয়াংশ আরিয়ার, যিনি পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন। এরপরই দিগভেশ তার ‘নোটবুক সেলিব্রেশন’ করেন। এই উদযাপনকে কেন্দ্র করে তাকে জরিমানা করেছে বিসিসিআই।

বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়, “লখনৌ সুপার জায়ান্টসের বোলার দিগভেশ রাঠি আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করেছেন। তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। তিনি আর্টিকেল ২.৫-এর অধীনে লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন, যা লেভেল ১ লঙ্ঘনের ক্ষেত্রে বাধ্যতামূলক।”

প্রিয়াংশ আউট হয়ে ফিরতে গেলে, দিগভেশ কাল্পনিকভাবে নোটবুকে নাম লেখানোর ভঙ্গি করেন। এ সময় আম্পায়াররা তার সঙ্গে কথা বলেন। তবে এই ধরনের উদযাপন নতুন নয়। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের পেসার কেসরিক উইলিয়ামসও বিরাট কোহলিকে আউট করার পর একইভাবে নোটবুক সেলিব্রেশন করেছিলেন। দিগভেশ ম্যাচ হারার পর পাঞ্জাবের সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন এবং গ্যালারিতেও সমর্থকদের মাঝে তার মতো উদযাপন করতে দেখা যায়।

এছাড়া, ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারও দিগভেশের উদযাপন নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমি বুঝতে পারি, যখন ব্যাটার ছক্কা বা বাউন্ডারি মারেন, তখন বোলার উইকেট পেয়ে উদযাপন করে। কিন্তু বোলারের হাতে ছয়টি বল থাকে। যদি ৫টি ডট বলের পর ষষ্ঠ বলে উইকেট পেয়ে এমন কিছু করা হয়, তা অপ্রয়োজনীয় মনে হয়। এটি ইঙ্গিত দেয় যে, বোলার হয়তো উইকেট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন না এবং এখন দেখাতে চান যে তিনি উইকেট পেয়েছেন।”

You may also like