মৌসুম শেষেই ইতিহাদ ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেলজিয়ান এই মিডফিল্ডার।
শুক্রবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন কেভিন ডি ব্রুইনা। ২০১৫ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর প্রায় এক দশকের বর্ণিল ক্যারিয়ারে তিনি জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি এফএ কাপ এবং পাঁচটি লিগ কাপ।
বিবৃতিতে ব্রুইনা বলেন, ‘এটা বলা আমার জন্য খুব কষ্টের। তবে আমরা সবাই জানি একজন ফুটবলারের জীবনে এমন দিন আসেই। ম্যানচেস্টার সিটি-তে এই কয়েকটা মাসই আমার শেষ। আসুন, বাকি সময়টুকু আমরা একসঙ্গে উপভোগ করি!’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এই শহর, এই ক্লাব, এই মানুষগুলো আমাকে সবকিছু দিয়েছে। এর প্রতিদান হিসেবে আমরা তাদের জন্য সবকিছুই জিতেছি। এই সময়টা আমার জীবনের সেরা সময়। তবে অবশেষে বিদায় বলার সময় এসে গেছে। সব গল্পেরই শেষ আছে। এই দশ বছরের জন্য এই শহর, ক্লাব, কোচ ও আমার সতীর্থ সকলকে ধন্যবাদ। ম্যানচেস্টার চিরদিন আমার বাড়ি হয়ে থাকবে।’
ম্যানসিটির হয়ে ৪১৩ ম্যাচে মাঠে নেমেছেন এই বেলজিয়ান ফুটবল জাদুকর। ক্লাবটির হয়ে করেছেন ১০৬ গোল। তার নামের পাশে আছে ১৭০ অ্যাসিস্ট।
ইউএ / টিডিএস