পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব, যা ২০২৫ সালের বিশ্বকাপের টিকিট অর্জনের লক্ষ্যে অনুষ্ঠিত হবে। বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, যারা এই বাছাইপর্বে অংশ নিচ্ছে। ইতোমধ্যেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত, পাশাপাশি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল — অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড। বাকি দুটি দল আসবে বাছাইপর্বের মাধ্যমে।
৯ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত পাকিস্তানে হবে এই বাছাইপর্ব, যেখানে অংশ নেবে ছয়টি দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। এই বাছাইপর্ব থেকে শীর্ষ দুটি দল পাবে ভারতের টিকিট, এবং তারা খেলবে বিশ্বকাপের মূল পর্বে।
বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায় বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ এই বাছাইপর্বের অন্যতম ফেভারিট দল হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াইয়ে জয়-হার সমান সাতটি করে, একটি ম্যাচ ছিল টাই। এছাড়া আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারে। এমনকি থাইল্যান্ডও অঘটন ঘটাতে সক্ষম হতে পারে।
শ্রীলঙ্কান কোচ হাশান তিলাকারাতে্ন এর বিদায়ের পর, বাংলাদেশের নারী দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ কোচ সরওয়ার ইমরান। এই আসরে কোচিংয়ের দায়িত্বে তিনি নিগার সুলতানা ও তার দলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ১০ এপ্রিল, থাইল্যান্ডের বিপক্ষে লাহোরে। এরপর ১৩ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে, যা হবে দিবারাত্রির ম্যাচ, গাদ্দাফি স্টেডিয়ামে। একই মাঠে ১৫ এপ্রিল স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচটি হবে। ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দুটি দলই বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হতে পারে, তাই এগুলো হবে গুরুত্বপূর্ণ ম্যাচ।