২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসর, এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর নতুন মৌসুম শুরু হবে ১১ এপ্রিল। দুই দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট প্রায় একসঙ্গে শুরু হওয়ায় বিদেশি ক্রিকেটারদের নিয়ে চলছে ব্যাপক প্রতিযোগিতা। যদিও আইপিএলের নিলাম আগেই অনুষ্ঠিত হওয়ায় পাকিস্তান তেমন সমস্যায় পড়েনি, তবে তাদের নেওয়া দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশকে ছিনিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
পেশোয়ার জালমি পিএসএল ড্রাফট থেকে করবিন বশকে দলে নিয়েছিল, কিন্তু আইপিএলের আসরের শুরুতে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার লিজার্ড উইলিয়ামস চোট পাওয়ায় তার পরিবর্তে বশকে নিতে চায় মুম্বাই। পিসিবি এই বিষয়ে বশকে আইনি নোটিশ পাঠিয়েছিল, তবে বশ জানিয়েছেন যে তিনি পিএসএল ছেড়ে আইপিএল বেছে নেওয়ার ক্ষেত্রে কোনো অসদাচরণ করেননি। তিনি বলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগ দেওয়া তার ক্যারিয়ারের জন্য একটি বড় পদক্ষেপ, কারণ মুম্বাই একটি শক্তিশালী দল এবং তাদের সঙ্গে যুক্ত হলে আন্তর্জাতিক টুর্নামেন্টেও খেলতে পারার সুযোগ হবে। উল্লেখ্য, বশ দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগেও মুম্বাই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন।
বশের পরিবর্তে পেশোয়ার জালমি দলে নিয়েছে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার মিচেল ওয়েনকে, যিনি বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলে অনেক খ্যাতি অর্জন করেছিলেন। তিনি সিডনি থান্ডারের বিপক্ষে ফাইনালে টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন। প্রথমে পিএসএল ড্রাফটে দলের সদস্য না হলেও, সাপ্লিমেন্টারি ক্যাটাগরির মাধ্যমে তাকে রিপ্লেসমেন্ট হিসেবে দলে নেওয়া হয়েছে।
পিএসএল ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে, এবং টুর্নামেন্টে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যু— রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে। প্লে-অফ ম্যাচগুলো ১৩ মে রাওয়ালপিন্ডি, ১৪ ও ১৬ মে লাহোরে অনুষ্ঠিত হবে, এবং ফাইনাল হবে ১৮ মে লাহোরে।
অপরদিকে, আইপিএল এর অষ্টাদশ আসরের উদ্বোধনী ম্যাচ ২২ মার্চ ইডেন গার্ডেনসে হবে, যেখানে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে। ২৩ মার্চ, দ্বিতীয় দিনেই মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ক্লাসিকো ম্যাচ অনুষ্ঠিত হবে।