ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে লজ্জাজনক এক রেকর্ড গড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অজি অলরাউন্ডার এখন আইপিএলে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়া ব্যাটার।
মঙ্গলবার পাঞ্জাব কিংসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমে প্রথম বলেই সাই কিশোরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে শূন্য রানে সাজঘরে ফিরতে হয় তাকে।
এটাই ছিল ম্যাক্সওয়েলের আইপিএলে ১৯তম ডাক, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। তিনি এ তালিকায় রোহিত শর্মা ও দীনেশ কার্তিককে পেছনে ফেলেছেন, যাদের ১৮ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড রয়েছে। শূন্য রানে আউট হওয়ার তালিকায় এই তিনজনের পরেই আছেন পীযূষ চাওলা ও সুনীল নারিন, যারা ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন।
রশিদ খান ও মনদীপ সিংহ ১৫ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন, আর মানিশ পান্ডে ও অম্বাতি রাইডু ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন। গত আইপিএলে ম্যাক্সওয়েলের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে মাত্র ৫২ রান করেছিলেন তিনি, যার ফলে বেঙ্গালুরু তাকে ছেড়ে দেয়। তবে এবারের নিলামে ৪ কোটি ৮০ লাখ রুপিতে তাকে কিনে পাঞ্জাব। নতুন দলে যোগ দিয়েও তার শুরুটা শুভ হলো না।