কলকাতা পুলিশের নিরাপত্তাজনিত সুপারিশে একটি ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল শুরু করেছিল ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে। উদ্বোধনী ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে বড় ব্যবধানে হারায় তারা।
প্রাথমিক সূচি অনুযায়ী ৬ এপ্রিল রাত ৮টায় ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলার কথা ছিল কলকাতার। তবে নিরাপত্তার কারণে আইপিএল কর্তৃপক্ষ ম্যাচটি দু’দিন পিছিয়ে ৮ এপ্রিল নির্ধারণ করেছে। তবে সেদিন আরেকটি ম্যাচ থাকায় কলকাতা-লখনৌর লড়াই হবে বিকেল ৪টায়।
সূচি পরিবর্তনের ফলে ৬ এপ্রিল রাতে একমাত্র ম্যাচ হিসেবে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স। আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই সূচি বদলের বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে আইপিএল জানিয়েছে, ‘কলকাতা পুলিশ ওই রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি) ৬ এপ্রিল উৎসবের কারণে সেখানকার ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল। সে অনুসারে কর্তৃপক্ষ কলকাতা-লখনৌ ম্যাচ ৮ এপ্রিল বিকেল ৪টায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে বাকি সূচি অপরিবর্তিত–ই থাকছে।’
পিটিআইকে কলকাতা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি বলেছেন, ‘কলকাতা পুলিশের সঙ্গে আমরা একাধিকবার যোগাযোগ করেছি এবং প্রতিবারই তারা জানিয়েছে ৬ এপ্রিল খেলার জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। যদিও সেখানে পুলিশি নিরাপত্তা না থাকে, ৬৫ হাজার দর্শকের সকল ব্যবস্থাপনা ঠিক রাখাও সম্ভব নয়।’
ইউএ / টিডিএস