প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন রোহিত

স্পোর্টস ডেস্ক

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার ইতিহাস গড়লেন রোহিত।

শনিবার (২৯ মার্চ) গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের ৪৫০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলে এক বিশেষ মাইলফলক স্পর্শ করলেন রোহিত। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন।

২০০৭ সালে মুম্বাইয়ের হয়ে বারোদার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন রোহিত শর্মা। সে বছর তিনি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন।

এই তালিকায় রোহিতের পর দ্বিতীয় স্থানে আছেন দীনেশ কার্তিক, যিনি ৪১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি, যার ম্যাচসংখ্যা ৪০১। চতুর্থ স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, যিনি ৩৯৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। পঞ্চম স্থানে থাকা সুরেশ রায়নার টি-টোয়েন্টি ম্যাচ সংখ্যা ৩৩৬।

ইউএ / টিডিএস

You may also like