ফের চেন্নাইয়ের নেতৃত্বে ধোনি

by Sports Desk

চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বে আবারও দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। দলের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং নিশ্চিত করেছেন, বর্তমান অধিনায়ক ও ওপেনার রুতুরাজ গায়কোয়াড় কনুইয়ের গুরুতর চোটের কারণে চলতি আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে নেতৃত্বের ভার আবার এসে পড়েছে ‘ক্যাপ্টেন কুল’ ধোনির কাঁধে।

গত ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে জফরা আর্চারের একটি ডেলিভারিতে চোট পান রুতুরাজ। শুরুতে চোটটিকে গুরুতর মনে না করলেও সময়ের সঙ্গে তা বেড়ে যায়, শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে গোটা টুর্নামেন্ট থেকে বাদ পড়েন তিনি। এরপরই ধোনিকে ফেরানো হয় অধিনায়কের ভূমিকায়।

Advertisements

আগামী শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে আইপিএল ২০২৫-এ প্রথমবারের মতো চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন ধোনি। যদিও সর্বশেষ ম্যাচে তিনি ব্যাট হাতে কিছুটা অবদান রাখলেও জয় এনে দিতে পারেননি। এবার অধিনায়কত্ব ফিরে পাওয়ায় তার ওপর দায়িত্ব ও প্রত্যাশা আরও বেড়ে গেল।

ধোনি এর আগে চেন্নাইকে পাঁচবার আইপিএল শিরোপা জিতিয়েছেন। বয়স ৪৩ ছুঁলেও তার নেতৃত্বগুণ এখনও দলের জন্য বড় সম্পদ হিসেবে বিবেচিত। ভারতের তিন ফরম্যাটে একমাত্র আইসিসি ট্রফি জয়ী এই অধিনায়কের অভিজ্ঞতায় ভর করে এগোতে চায় চেন্নাই।

তবে রুতুরাজের হঠাৎ সরে দাঁড়ানো ঘিরে কিছু প্রশ্নও উঠছে। কারণ, যে চোটের কথা বলা হচ্ছে, তা তিনি পেয়েছিলেন প্রায় ১১ দিন আগেই। এর মাঝে তিনি দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিপক্ষেও খেলেছেন। ফলে অনেকে মনে করছেন, হয়তো পারফরম্যান্স ঘিরে চাপ কিংবা দলের অভ্যন্তরীণ কৌশল বদলের কারণেই বদল এসেছে নেতৃত্বে।

এর আগেও এমন পরিস্থিতি দেখা গেছে ২০২২ সালে। তখন ধোনি দায়িত্ব ছেড়ে দেন এবং জাদেজাকে অধিনায়ক করা হয়। কিন্তু দল ভালো না করায় মাঝপথেই আবার নেতৃত্ব ফিরে আসে ধোনির হাতে। যদিও তখন বলা হয়েছিল, জাদেজা নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন নিজের খেলার ওপর মনোযোগ দিতে।

সব মিলিয়ে ধোনির ফেরাটা যেমন সমর্থকদের জন্য স্বস্তির, তেমনি রুতুরাজকে ঘিরে কিছু অজানা প্রশ্ন রয়ে যাচ্ছে রয়ে গেছে বাতাসে।

You may also like