আইপিএল থেকে ছিটকে গেলেন গ্লেন ফিলিপস

স্পোর্টস ডেস্ক

কুঁচকির চোটে পড়ে ২৮ বছর বয়সী গুজরাটের ক্যাম্প ছেড়ে যান নিউজিল্যান্ডের এই তারকা।

এক বিবৃতিতে গুজরাট টাইটান্স জানিয়েছে, ‘কুঁচকির ইনজুরির কারণে গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডে ফিরে গেছেন। ৬ এপ্রিল সানরাইজার্স হায়রাবাদের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়েয় সময় তিনি চোট পান। গ্লেন যেন দ্রুত সেরে উঠেন সেই প্রত্যাশা গুজরাট টাইটান্সের।’ ওই ম্যাচের মূল একাদশে ছিলেন এই কিউই তারকা। ফলে তিনি মাঠে নামেন বদলি ফিল্ডার হিসেবে।

এখন পর্যন্ত গুজরাটের হয়ে কোনো ম্যাচ না খেললেও ফিলিপসকে হায়দরাবাদের বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামানো হয়েছিল ইনিংসের পঞ্চম ওভারে। তবে ওই ওভারেই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। প্রসিধ কৃষ্ণার বলে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে হায়দরাবাদের ইশান কিষাণ ও নিতীশ কুমার রেড্ডি রান নিতে চেষ্টা করছিলেন এ সময় দ্রুত বল ছুঁড়ে মারতে গিয়ে কুঁচকিতে টান লাগে ফিলিপসের। সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন এবং তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

ইউএ / টিডিএস

You may also like