বড় দামে কেনা তারকারা হতাশ আইপিএলে

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই তারকাদের ঝলক। কিন্তু এই মঞ্চেই কখনও কখনও আলো ছড়ানো তারকারাও হারিয়ে যান ছায়ায়। চলতি আইপিএলের অষ্টাদশ আসরে যেমন উঠে এসেছে কিছু তরতাজা প্রতিভা, তেমনই ব্যর্থতার ছাপ দেখা যাচ্ছে বেশ কয়েকজন অভিজ্ঞ ও নামি ক্রিকেটারের পারফরম্যান্সে। বিশেষ করে যাদের পারিশ্রমিক ২০ কোটি টাকার বেশি, তারা প্রত্যাশার ধারেকাছেও নেই।

৩১টি ম্যাচ শেষে প্রতিটি দল অন্তত পাঁচটি করে ম্যাচ খেলেছে। সেই হিসাবে সময়টুকু খুব একটা কম নয়। কিন্তু তারকাদের অনেকে এখনও নিজেদের ফিরে পেতে ব্যর্থ। দেখে নেওয়া যাক চলতি আসরে পারফরম্যান্সে পিছিয়ে থাকা আলোচিত কয়েকজন ক্রিকেটারের বর্তমান চিত্র:

ঋষভ পান্ত (২৭ কোটি রুপি, ৭ ম্যাচে ১০৩ রান)
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে বিক্রি হওয়া পান্ত চাপটা ভালোভাবেই বুঝতে পারছেন। ৭ ম্যাচে মাত্র ১০৩ রান করেছেন তিনি, যার মধ্যে একটি ইনিংসে এসেছে ৬৩ রান। বাকি ইনিংসগুলো একেবারেই নিষ্প্রভ। গড় ১৭.১৬, স্ট্রাইক রেট ১০৪—একদমই মানানসই নয় তার দামের সঙ্গে।

রোহিত শর্মা (১৬.২৫ কোটি রুপি, ৫ ম্যাচে ৫৬ রান)
জাতীয় দলের অধিনায়ক হলেও আইপিএলে রোহিত শর্মা যেন ছন্দ হারিয়ে ফেলেছেন। পাঁচ ইনিংসে করেছেন মাত্র ৫৬ রান, সর্বোচ্চ ইনিংস ১৮। গড় মাত্র ১১.২০। মুম্বাই ইন্ডিয়ান্স তার কাছ থেকে আরও অনেক বেশি প্রত্যাশা করেছিল, কিন্তু সেগুলো এখন পর্যন্ত পূরণ হয়নি।

যশস্বী জয়সওয়াল (১৮ কোটি রুপি, ৬ ম্যাচে ১৮২ রান)
পরিসংখ্যান খারাপ না হলেও যশস্বীর ব্যাটে এখনও আসেনি সেই ধারাবাহিকতা, যা গত মৌসুমে তাকে চোখে পড়ার মতো করে তুলেছিল। ৬ ম্যাচে ১৮২ রান, দুটি ফিফটি থাকলেও, স্ট্রাইক রেট ১৩৯ আর গড় ৩০.৩৩—অপেক্ষাকৃত ম্লানই বলা যায়।

রবীন্দ্র জাদেজা (১৮ কোটি রুপি, ৭ ম্যাচে ৯২ রান ও ৪ উইকেট)
ব্যাটে-বলে ভারসাম্য এনে দেওয়ার জন্য বিখ্যাত জাদেজা এবার তেমন অবদান রাখতে পারছেন না। ৭ ম্যাচে ব্যাট হাতে মাত্র ৯২ রান, গড় ১৮.৪০। বল হাতে ১৬.১ ওভারে ১৩৮ রান দিয়ে মাত্র ৪টি উইকেট, ওভারপ্রতি খরচ প্রায় ১০—যেটা তার জন্য একেবারেই স্বাভাবিক নয়।

মোহাম্মদ শামি (১০ কোটি রুপি, ৬ ম্যাচে ৫ উইকেট)
চোট থেকে ফেরার পর শামির দিকে তাকিয়ে ছিল অনেকেই। কিন্তু এবারের আইপিএলে পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি। ৬ ম্যাচে মাত্র ৫ উইকেট, ২১ ওভারে দিয়েছেন ২৩৩ রান, ইকোনমি ১১-এর ওপরে। পাঞ্জাবের বিপক্ষে ৭৫ রান খরচ করেছেন ৪ ওভারে—যা আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ খরচ।

আইপিএলে সুযোগ যেমন দেয় নিজেকে প্রমাণ করার, তেমনি প্রত্যাশার ভারে অনেকেই হোঁচট খায়। এই তারকাদের হাতে এখনও সময় আছে ঘুরে দাঁড়ানোর। তবে প্রতিটি ম্যাচের চাপ এখন আরও বেশি, কারণ আইপিএল যেমন দ্রুত গড়ে, তেমনই দ্রুত ভুলে যেতে জানে।

চাইলে এই লেখা থেকে সংক্ষিপ্ত লিস্ট বা সোশ্যাল মিডিয়া পোস্ট ফরম্যাটেও সাজিয়ে দিতে পারি। বললেই করে দিচ্ছি।

You may also like