বাবরকে টপকে বিশ্ব রেকর্ড গড়লেন কোহলি

by Sports Desk

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে আরও একটি ঝলমলে ইনিংস খেলেছেন তিনি, তুলে নিয়েছেন একটি দুর্দান্ত ফিফটি। সেই সঙ্গে গড়েছেন নতুন এক রেকর্ডও।

রাজস্থানের বিপক্ষে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে ৫ উইকেটে ২০৫ রান। ইনিংসের নেতৃত্বে ছিলেন কোহলি, যিনি ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেন। ইনিংসের শুরুতে কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও পরে মারমুখী রূপ নেন তিনি। ৮টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস।

Advertisements

এই ফিফটি দিয়েই বিরাট কোহলি স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি ফিফটির মালিক হয়ে গেছেন। এবার তিনি ৬২ বার প্রথম ইনিংসে খেলতে নেমে পঞ্চাশের গণ্ডি পেরোলেন, যা এ বিভাগে সর্বোচ্চ।

এই তালিকায় কোহলি ছাড়িয়ে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমকে, যিনি ৬১ বার আগে ব্যাট করে ফিফটি করেছিলেন। এই রেকর্ডে এরপর আছেন ক্রিস গেইল (৫৭), ডেভিড ওয়ার্নার (৫৫), এবং জস বাটলার (৫২)।

সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড এখনো ডেভিড ওয়ার্নারের দখলে—যার সংখ্যা ১১৭টি। তবে কোহলি খুব কাছাকাছি চলে এসেছেন। গতকালের ফিফটির মাধ্যমে তার মোট টি-টোয়েন্টি ফিফটি দাঁড়িয়েছে ১১১টিতে, ফলে তিনি এবার পেছনে ফেলেছেন টি-টোয়েন্টি দানব ক্রিস গেইলকেও।

You may also like