আইপিএলে এমন দিন প্রথম দেখল চেন্নাই

by Sports Desk

মহেন্দ্র সিং ধোনি আবারও অধিনায়কের দায়িত্ব নিলেন। আইপিএলের ‘হলুদ ব্রিগেড’ নামে পরিচিত চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে এসেছে বড় ধরনের পরিবর্তন। তবে এত কিছু বদলানোর পরও ভাগ্য বদলায়নি চেন্নাইয়ের। এবারের আইপিএলে একের পর এক হারে তারা পড়ে আছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে।

সবশেষ ম্যাচে তারা হেরেছে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। গেল আসরের রানারআপ হায়দরাবাদও এবার নিজেই ভুগছে হারের বৃত্তে। তবু তারা চেন্নাইকে হারিয়ে দিল, তাও চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে—যেখানে এর আগে কখনও তারা জয় পায়নি। ধোনির দলের অবস্থা এতটাই করুণ যে, এমন ইতিহাস গড়ারও সুযোগ দিয়েছে প্রতিপক্ষকে।

Advertisements

এবারের আইপিএলে চেন্নাই নিজেদের ঘরের মাঠ এম.এ. চিদাম্বরামে ৫ ম্যাচের মধ্যে ৪টিতে হার মানিয়েছে। সবমিলিয়ে তারা হেরেছে ৭টি ম্যাচ, যা আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজির জন্য এক নতুন লজ্জার রেকর্ড।

চেন্নাইয়ের ইতিহাসে এর আগে মাত্র দুইবার (২০০৮ সালে) ঘরের মাঠে ৪টি হার এসেছিল, তবে তখন ৭ ম্যাচের মধ্যে। এবার সেই রেকর্ড ভেঙে মাত্র ৫ ম্যাচের মধ্যেই চার হার দেখেছে ধোনির দল। এর চেয়েও বড় কথা, ঘরের মাঠে কখনও টানা ৪ হার দেখেনি চেন্নাই সুপার কিংস—এবার সেটাও ঘটেছে।

মোট ৯ ম্যাচের মধ্যে ৭টিতে হেরে, চেন্নাই এবার আইপিএল ইতিহাসে নিজেদের সবচেয়ে বাজে শুরু দেখলো। এর আগে ২০২০ এবং ২০২২ সালে প্রথম ৯ ম্যাচে ৬টি করে হার হয়েছিল।

তবে এখনও আশার আলো পুরো নিভে যায়নি। পরের ৫ ম্যাচে যদি টানা জয় পায়, তাহলে এখনো প্লে-অফের রাস্তা খোলা আছে চেন্নাইয়ের জন্য। তবে তার জন্য চাই নিখুঁত পারফরম্যান্স, আর সঙ্গে রানরেটের সৌভাগ্যকেও পাশে টেনে নিতে হবে।

You may also like