স্টেডিয়ামে পৌঁছাতে মেট্রোতে চেপে বসলেন পার্থ

by Sports Desk

দিল্লির ভয়াবহ যানজট এড়িয়ে দ্রুত মাঠে পৌঁছাতে নিজের গাড়ির বদলে বেছে নিলেন মেট্রো রেল—এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল।

মঙ্গলবার (২৯ এপ্রিল) অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে সময়ের সঙ্কটে পড়ায় এ সিদ্ধান্ত নেন তিনি। সেদিন ঘরের মাঠে দিল্লির প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ।

মাঠে গিয়ে দলের সিদ্ধান্তে অংশ নিতে চেয়েছিলেন পার্থ। যানজটের কারণে নির্ধারিত সময়ে পৌঁছানো নিয়ে সন্দেহ থাকায় সাধারণ যাত্রীদের মতোই মেট্রোযাত্রা করেন তিনি।

পুরো পথজুড়ে বসার সুযোগ না পেলেও দাঁড়িয়ে থেকেই পৌঁছে যান স্টেডিয়ামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রোযাত্রার ভিডিও পোস্ট করেন পার্থ জিন্দাল যা প্রশংসা কুড়ায় নেটিজেনদের। অনেকেই তার সাধারণ মানুষের মতো চলাফেরার মানসিকতা ও সময়ানুবর্তিতার প্রশংসা করেছেন।

তবে মাঠের ফল আশানুরূপ হয়নি দিল্লির জন্য। অক্ষর প্যাটেলদের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস জয় তুলে নিতে ব্যর্থ হয়। আজিঙ্কা রাহানেদের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স জয় তুলে নিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে রইল।

ইউএ / টিডিএস

You may also like