চলমান আইপিএল ২০২৫-এ দুর্দান্ত ফর্মে আছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অসাধারণভাবে। ২৬.৭৫ কোটি টাকায় তাকে দলে টানার সিদ্ধান্তকে অনেকেই প্রশ্নবিদ্ধ মনে করলেও এখন সেই সিদ্ধান্ত যে একেবারেই সঠিক ছিল তা প্রমাণ করে চলেছেন ভারতের এই তারকা ব্যাটার।
এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচে ৪৮ গড় ও ১৮২.৮৮ স্ট্রাইক রেটে ২৮৮ রান করেছেন আইয়ার। অধিনায়ক হিসেবে তার অধীনে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব যা দলটির প্লে-অফ দৌড়ে টিকে থাকার সম্ভাবনা জাগিয়ে রেখেছে।
পাঞ্জাব কিংসের অন্যতম মালিক এবং বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা আইয়ারের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘শ্রেয়াস অত্যন্ত ডাউন টু আর্থ একজন মানুষ এবং অসাধারণ অধিনায়ক। মাঠে তার খেলা আগ্রাসী হলেও ব্যক্তি হিসেবে তিনি অত্যন্ত মিষ্টি ও শান্ত স্বভাবের। আমরা গর্বিত যে তিনিই আমাদের অধিনায়ক।’
প্রীতি আরও জানান, নিলামে আইয়ারকে দলে নেওয়া তাদের মূল লক্ষ্য ছিল এবং সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল তা এখন ফল দিচ্ছে। জাতীয় দলে অনিয়মিত হলেও আইপিএলের এই মৌসুমে ব্যাটিং ও নেতৃত্বে নিজেকে নতুন করে প্রমাণ করছেন শ্রেয়াস আইয়ার।
ইউএ / টিডিএস