নিলামে উপেক্ষিত স্পিনারের আইপিএল ডাক

আইপিএলের চলমান ১৮তম আসর থেকে চোটের কারণে ছিটকে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের লেগ-স্পিনার ভিগনেশ পুথুর। ২৪ বছর বয়সী এই চায়নাম্যান স্পিনার নিজের প্রথম আইপিএল মৌসুমেই ৫ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন, ইকোনমি ছিল ৯.০৮। যদিও তিনি নিয়মিত বোলার হিসেবে খেলেননি, তবুও দলকে গুরুত্বপূর্ণ মুহূর্তে সহায়তা করেছেন।

ভিগনেশের অনুপস্থিতিতে প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পেয়েছেন রঘু শর্মা। ৩২ বছর বয়সী এই লেগ-স্পিনার এতদিন মুম্বাই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসেবেই কাজ করছিলেন। এবার মূল দলে জায়গা পেলেন ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে। আইপিএলের মেগা নিলামে তার নাম ছিল না, কিন্তু ইনজুরির সুযোগে ভাগ্য বদলে গেল।

মুম্বাই ইন্ডিয়ান্স এক বিবৃতিতে জানিয়েছে, “ভিগনেশ দলের সঙ্গেই থাকবেন এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। তার চিকিৎসার দায়িত্বে থাকবে দলের মেডিক্যাল ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ইউনিট।” জানা গেছে, বাঁ-হাতি এই স্পিনার উভয় হাঁটুর নিচের হাড়ে আঘাত পেয়েছেন।

ভিগনেশ আইপিএলে ডাক পাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে বেশ সফল ছিলেন। পাঞ্জাব ও পুন্ডুচেরির হয়ে প্রথম শ্রেণির ১১ ম্যাচে ৫৭ উইকেট পেয়েছেন ১৯.৫৯ গড়ে। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯ ম্যাচে ১৪ উইকেট ও টি-টোয়েন্টিতে রয়েছে ৩টি উইকেট।

এদিকে, চলতি আসরের শুরুটা ভীষণ খারাপ হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। প্রথম পাঁচ ম্যাচে তারা হেরেছিল চারটিতে। তবে এরপর টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে তারা পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে।

You may also like