গতকাল বুধবার পাঞ্জাব কিংসের কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। এই জয়ে এখনও প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে পাঞ্জাব। ম্যাচে দলের জয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। তবে ম্যাচ শেষে তাকে গুনতে হয়েছে জরিমানা।
চলতি আইপিএলে বেশ কয়েকজন অধিনায়ক যেই ভুল করে শাস্তি পেয়েছেন, শ্রেয়াসও করলেন একই ভুল। নির্ধারিত সময়ের মধ্যে তার দল ২০ ওভার সম্পন্ন করতে পারেনি, এক ওভার কম ছিল। ফলে শেষ ওভারে ৩০ গজের মধ্যে অতিরিক্ত একজন ফিল্ডার রাখতে হয়েছিল পাঞ্জাবকে। ঠিক ওই ওভারেই হ্যাটট্রিক করেন যুজবেন্দ্র চাহাল। ধীর গতির বোলিংয়ের কারণে ম্যাচ শেষে অধিনায়ক শ্রেয়াসকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই ১৯০ রান তোলে, যার বেশির ভাগ কৃতিত্ব স্যাম কারানের ৮৮ রানের ইনিংসের। জবাবে প্রভুসিমরান সিংয়ের ৫৪ এবং শ্রেয়াস আইয়ারের ৭২ রানের ইনিংসে ভর করে সহজেই জয় তুলে নেয় পাঞ্জাব।
ম্যাচ শেষে শ্রেয়াস বলেন, “আমি রান তাড়া করতে ভালোবাসি, বিশেষ করে যখন বড় টার্গেট থাকে। তখন নিজের দায়িত্বটা প্রথমেই নেওয়ার চেষ্টা করি, যাতে বাকিদের জন্য চাপ না থাকে।”
তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে আমি অনুশীলনে অনেক সময় ব্যয় করছি, বিশেষ করে নতুন বলে পেসারদের বিপক্ষে ব্যাটিং করে। এতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। বিষয়টি নিয়ে কঠোর পরিশ্রম করছি।”