অবশেষে ঘটনার ব্যাখ্যা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গত মঙ্গলবার কলকাতা ও দিল্লির মধ্যকার ম্যাচ শেষে কেকেআরের রিংকু সিংকে দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব চড় মারেন—এমন দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। এবার পুরো ঘটনার ভিডিও প্রকাশ করেছে কেকেআর, যা নিয়ে পরিষ্কার করল তারা নিজেদের অবস্থান।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে শুরুতেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত শিরোনামগুলো দেখানো হয়। এরপর দেখা যায় মাঠে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বলভাবে কথা বলছেন রিংকু ও কুলদীপ। আঙুলের ইশারায় ‘এল’ দেখিয়ে তারা বোঝাচ্ছেন ‘লাভ’ অর্থাৎ ভালোবাসা ও বন্ধুত্ব।
ভিডিওতে আরও দেখা যায়, কখনও গাড়িতে, কখনও হোটেলে একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা, চলছে হাসি-ঠাট্টা ও খুনসুটি। ক্যাপশনে কেকেআর লিখেছে, “গণমাধ্যমে খবর বনাম বাস্তবতা। আমাদের উত্তরপ্রদেশের দুই ছেলের মাঝে রয়েছে নিখাদ বন্ধুত্ব।”
ভিডিও এবং বার্তা থেকে স্পষ্ট, কুলদীপের চড় ছিল বন্ধুত্বপূর্ণ ঠাট্টা হিসেবেই, আর রিংকুও তা হাসিমুখে গ্রহণ করেছেন। কেকেআরের মতে, ঘটনাটি বিতর্কের নয়, বরং দুই বন্ধুর মজার একটি মুহূর্ত মাত্র।