রাজস্থান-চেন্নাই বাদ, শীর্ষে উঠল মুম্বাই

লিগ পর্বের শেষ দিকে এসে আইপিএলের চলতি আসর থেকে দলগুলোর বিদায় পর্ব শুরু হয়ে গেছে। বুধবার চেন্নাই সুপার কিংস বিদায় নেয়ার পর বৃহস্পতিবার সেই তালিকায় যোগ দিল রাজস্থান রয়্যালসও। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০০ রানের বড় ব্যবধানে হেরে দ্বিতীয় দল হিসেবে এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তারা।

ঘরের মাঠ জয়পুরে ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হয় রাজস্থান ও মুম্বাই। তবে ম্যাচে লড়াই গড়েই তুলতে পারেনি রাজস্থান। মুম্বাইয়ের বিশাল ২১৭ রানের স্কোরের নিচে চাপা পড়ে মাত্র ১১৭ রানেই অলআউট হয়ে যায় রিয়ান পরাগের দল।

ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। দুই ওপেনার রোহিত শর্মা ও রায়ান রিকেল্টনের দুর্দান্ত সূচনায় ১১৬ রানের জুটি গড়ে দেন তারা। রিকেল্টন ৩৮ বলে ৬১ রান ও রোহিত ৩৬ বলে ৫৩ রান করে ফিরলে ভাঙে ওপেনিং জুটি। এরপর হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব তৃতীয় উইকেটে ৯৪ রানের অপরাজিত জুটি গড়েন। দু’জনেই ৪৮ রান করে অপরাজিত থাকেন, ফলে নির্ধারিত ২০ ওভারে মুম্বাই তোলে ২১৭ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রাজস্থান। মাত্র ৪৭ রানেই হারিয়ে ফেলে ৫টি উইকেট। আগের ম্যাচে গুজরাটের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলা তরুণ বৈভব সূর্যবংশী এদিন ২ বলে ০ রানে ফিরেন। ব্যর্থ হন যশস্বী জয়সওয়াল (১৩), নিতিশ রানা (৯), রিয়ান পরাগ (১৬) ও শিমরন হেটমায়ার (০)।

দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন জোফরা আর্চার। শেষমেশ ১৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে রাজস্থানের ইনিংস থেমে যায় ১১৭ রানে।

বল হাতে মুম্বাইয়ের হয়ে ৩টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও কার্ন শর্মা। জাসপ্রিত বুমরাহ নেন ২ উইকেট। রাজস্থানের পক্ষে রিয়ান পরাগ ও মাহিশ থিকসানা ১টি করে উইকেট দখল করেন।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট, সমান পয়েন্ট হলেও রানরেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পিছনে ফেলেছে তারা।

You may also like