আইপিএল ২০২৫-এ দুর্দান্ত ফর্মে রয়েছেন গুজরাট টাইটান্সের বাঁহাতি ওপেনার সাই সুদর্শন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ২৩ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলার পথে ছুঁয়ে ফেলেছেন দুটি বড় মাইলফলক আর তাতেই পেছনে ফেলেছেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা শচীন টেন্ডুলকারকে।
শুক্রবার (২ মে) সুদর্শন স্বীকৃত টি-টোয়েন্টিতে দুই হাজার রানের ঘরে পৌঁছেছেন মাত্র ৫৪ ইনিংসে। ভারতের হয়ে এটিই দ্রুততম আর বিশ্বের ইতিহাসে এটি দ্বিতীয়। এতদিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার শন মার্শের দখলে, যিনি ২০১১ সালে ৫৩ ইনিংসে ২০০০ রান পূর্ণ করেছিলেন। ভারতের হয়ে আগের দ্রুততম ছিলেন টেন্ডুলকার—তার লেগেছিল ৫৯ ইনিংস।
এই ম্যাচেই আইপিএলে আরও একটি রেকর্ড গড়েছেন সুদর্শন। তিনি এখন ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আইপিএলে সবচেয়ে কম ইনিংসে দেড় হাজার রান করা ক্রিকেটার। তার লেগেছে মাত্র ৩৫ ইনিংস। তুলনায় টেন্ডুলকার ও রুতুরাজ গায়কোয়াড়ের লেগেছিল ৪৪ ইনিংস করে।
এই ম্যাচে দেড় হাজার ও দুই হাজার রান—দুটি মাইলফলক ছুঁতে প্রয়োজন ছিল যথাক্রমে ১০ ও ৩২ রান। সুদর্শন করেছেন ২৩ বলে ৪৮ রান, মারেন ৯টি চার।
এই ইনিংসের মধ্য দিয়ে চলতি আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচশ রানের গণ্ডি পেরিয়েছেন তিনি। ১০ ম্যাচে তার মোট রান এখন ৫০৪, গড় ৫০.৪০ আর স্ট্রাইক রেট ১৫৪.১২। এর মধ্যে পাঁচটি ম্যাচেই করেছেন হাফ-সেঞ্চুরি।
২৩ বছর বয়সী এই তরুণ এখন শুধু গুজরাট টাইটান্স নয় ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্যও আশার প্রতীক হয়ে উঠেছেন।
ইউএ / টিডিএস