তিন দলকে বিদায়, প্লে-অফে কারা যাবে?

আইপিএলের ১৮তম আসরের রাউন্ড রবিন লিগ শেষ হওয়ার পথে। কিছু দল ইতোমধ্যে ১১টি ম্যাচ খেলেছে, আর বেশিরভাগ দল ১০টি ম্যাচ খেলেছে। এই অবস্থায়, বেশ কয়েকটি দল প্লে-অফে জায়গা পাওয়ার আগেই বিদায় নিশ্চিত করে ফেলেছে।

চেন্নাই সুপার কিংস আইপিএল থেকে সবার আগে বিদায় নিয়েছে। ঋতুরাজ গায়কোয়াড়ের অধিনায়কত্বে শুরু হলেও মাঝপথে মহেন্দ্র সিং ধোনির হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়। তবে, ধোনি চেষ্টা করেও দলকে পরিণতি থেকে বাঁচাতে পারেননি। চেন্নাই এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র দুটি জয় পেয়েছে। ২ জয়ে তাদের পয়েন্ট ৪। বাকি চার ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১২ পয়েন্ট অর্জন করবে চেন্নাই, কিন্তু এতে কোনো লাভ হবে না, কারণ ইতোমধ্যে চারটি দল ১৩ বা তার বেশি পয়েন্ট পেয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার রাতে দ্বিতীয় দল হিসেবে রাজস্থান রয়্যালসও বিদায় নিশ্চিত করেছে। ১১ ম্যাচের মধ্যে তারা মাত্র ৩টি জয় পেয়েছে, তাদের পয়েন্ট ৬। ৩টি ম্যাচ জিতলেও ১২ পয়েন্ট হবে, কিন্তু তারপরও কোনো লাভ হবে না রাজস্থানের।

গত আসরের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদও বিদায় নিবে প্রায় এমনটাই মনে হচ্ছে। শুক্রবার রাতে গুজরাট টাইটান্সের কাছে তারা ৩৮ রানে পরাজিত হয়। এখন তাদের পয়েন্ট ৬, এবং বাকি ৪ ম্যাচে জয় পেলে পয়েন্ট ১৪ হবে। যদিও এই পরিস্থিতিতে হায়দরাবাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কম, যদি তারা একটি ম্যাচও হারিয়ে ফেলে, তবে তা পুরোপুরি শেষ হয়ে যাবে।

অতএব, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ বিদায় নিশ্চিত করেছে। বাকি সাতটি দল এখনও প্লে-অফে ওঠার আশা ধরে রেখেছে, তবে কোনো দলও এখনও নিশ্চিতভাবে প্লে-অফে পৌঁছায়নি। শীর্ষে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা ১০টি করে ম্যাচ খেলেছে এবং রান রেটের কারণে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।

পাঞ্জাব কিংসও ১০টি ম্যাচ খেলেছে, তবে একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হওয়ায় তারা ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। এই চারটি দল যদি নিজেদের বাকি ম্যাচে জিততে পারে, তবে তাদের প্লে-অফে যাওয়ার পথ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সেরও প্লে-অফে যাওয়ার সুযোগ আছে। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পিছিয়ে থাকলেও, বাকি ৪ ম্যাচে তিনটি জিততে পারলে তাদের পয়েন্ট ১৫ হবে এবং সম্ভাবনা থাকবে সেরা চারে যাওয়ার। লখনৌ সুপার জায়ান্টস ১০ ম্যাচে ৬ নম্বরে রয়েছে, তবে তারা আশাবাদী বাকি চারটি ম্যাচ জিতে প্লে-অফে উঠতে পারবে।

দিল্লি ক্যাপিটালস অবশ্য অনেকটাই এগিয়ে। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা ভালো অবস্থানে রয়েছে, এবং বাকি চার ম্যাচে ভালো পারফরম্যান্স দেখালে তারা শীর্ষে থাকা কোনো দলের পেছনে ফেলে সেরা চারেও জায়গা পেতে পারে।

You may also like