৬ বলে ৬ ছক্কা, আইপিএলে ইতিহাস পরাগের

by Sports Desk

আন্তর্জাতিক ক্রিকেটে টানা ছয় বলে ছয় ছক্কার নজির একাধিকবার থাকলেও আইপিএলে এমন কিছু এর আগে কখনও দেখা যায়নি।

অবশেষে সেই অপূর্ণতা পূরণ করলেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। রবিবার (৪ মে) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে টানা ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছেন এই ডানহাতি ব্যাটার।

Advertisements

তবে এক ওভারে নয় দুই ওভারে খেলা টানা ছয় বলে ছক্কা হাঁকান পরাগ। এমন কীর্তি আইপিএলের ইতিহাসে এবারই প্রথম। আগেও এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়েছেন চার ব্যাটার—ক্রিস গেইল, রাহুল তেওয়াটিয়া, রবীন্দ্র জাদেজা ও রিংকু সিং—তবে ছয় বলে ছয় ছক্কার রেকর্ড ছিল অধরা।

ম্যাচে চারে নেমে রিয়ান পরাগ খেলেন ৪৫ বলের ঝড়ো ইনিংস যেখানে ছিল ৮টি ছক্কা ও ৬টি চার। তার ৯৫ রানের দুর্দান্ত ইনিংসের সময়ই ঘটে এই ইতিহাস।

১৩তম ওভারে মঈন আলির প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরাগকে স্ট্রাইক দেন শিমরন হেটমায়ার। এরপর টানা পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকান পরাগ। ওই ওভার থেকে আসে ৩২ রান।

পরবর্তী ওভারে বল করতে আসেন বরুণ চক্রবর্তী। সেই ওভারের প্রথম বলেও হেটমায়ার সিঙ্গেল নিয়ে আবার পরাগকে স্ট্রাইক দেন। এবারও নিজের প্রথম বলেই ছক্কা হাঁকান পরাগ—আর তাতেই পূর্ণ হয় টানা ছয় বলে ছয় ছক্কার ইতিহাস।

তবে পরাগের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও জয় অধরাই থেকে যায় রাজস্থানের। ২০৭ রানের লক্ষ্য তাড়ায় তারা হেরে যায় মাত্র ১ রানে।

ইউএ / টিডিএস

You may also like