চারটা ফাইনাল খেলতে নেমেছি আমরাঃ রাসেল

by Sports Desk

ইডেনে রাজস্থান রয়্যালসের বিপক্ষে চাপে পড়ে দুর্দান্ত ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। মাত্র ২৫ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংসে ভর করেই লড়াই করার মতো স্কোর গড়ে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শেষে জয় নিশ্চিত করার পর রাসেল জানান, তাদের সামনে এখন চারটি ‘ফাইনাল’—প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।

চাপের মুহূর্তে ব্যাটিংয়ে নেমেছিলেন আন্দ্রে রাসেল তখন বেশ বিপাকে ছিল কলকাতা নাইট রাইডার্স। তবে পরিস্থিতি দ্রুত পাল্টে দেন এই হার্ডহিটার। তার ঝড়ো ফিফটির ওপর ভর করে দল পৌঁছে যায় ২০০ রানের গণ্ডি ছুঁই ছুঁই স্কোরে যা শেষ পর্যন্ত রক্ষা করেন দলের বোলাররা।

Advertisements

এই জয়ে আসরে টিকে রইল কলকাতা। তাই সব ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন রাসেল। তিনি বলেন, ‘এই ম্যাচের গুরুত্ব আমরা সবাই জানি। চারটা ফাইনাল খেলতে নেমেছি আমরা। বাকি সব কিছু বাদ দিয়ে শুধু জেতাই লক্ষ্য এখন আমাদের। সেটা করতে পেরেছি। পুরো দল ভালো খেলেছে।’

প্রথম ৯ বলে মাত্র ২ রান করেছিলেন রাসেল। সেখান থেকে ২৫ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। নিজের এমন রোলার কোস্টার ইনিংস নিয়ে রাসেল বলেন, ‘আমি কখনও ডট বল নিয়ে ভাবি না। কারণ জানি বড় শট খেলতে পারব। এই পিচে প্রথম থেকেই রান তোলা কঠিন ছিল। সেই কারণেই সময় নিচ্ছিলাম। সেটা কাজে লেগেছে।’

‘শেষ দিকে রিংকু বড় শট খেলে। অনেক ম্যাচ খেলেছি। জানি কোন বোলারকে মারার জন্য বেছে নেওয়া উচিত। স্কোরবোর্ডে আমি কখনও ৫ ওভার দেখি না, আমি দেখি ৩০ বল। ভেবে নিই এর মধ্যে ১৫টা বল খেললেও ৪০ রান করে দিতে পারি।’

ইউএ / টিডিএস

You may also like