আইপিএল ২০২৫-এর লিগ পর্ব এখন শেষের পথে, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্লে-অফে জায়গা করে নেওয়ার দৌড়ে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আজ মুখোমুখি হচ্ছে দুই শীর্ষ দল—মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। সমান ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বরে অবস্থান করা এই দুই দলের যে কেউ আজ জিতলে পৌঁছে যাবে শীর্ষস্থানে।
সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ওপেনিংয়ে রায়ান রিকেলটন ও উইল জ্যাকস ধারাবাহিকভাবে দিচ্ছেন আক্রমণাত্মক শুরু। মাঝের সারিতে সূর্যকুমার যাদব নিয়মিতই বড় ইনিংস খেলছেন, যা দলের বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। বোলিং আক্রমণেও তারা সমান শক্তিশালী—জশপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্টের বিধ্বংসী স্পেল প্রতিপক্ষকে বারবার বিপদে ফেলেছে।
অন্যদিকে, গুজরাট টাইটান্সও কম যায় না। ১০ ম্যাচে ৭ জয় তুলে নেওয়া দলটি ফর্মে থাকা অধিনায়ক শুবমান গিল ও সাই সুদর্শনের উপর ভরসা রাখছে। অভিজ্ঞ জস বাটলার ও শেরফান রাদারফোর্ড দিচ্ছেন মিডল অর্ডারে শক্ত ভিত। ব্যান কাটিয়ে দলে ফেরা কাগিসো রাবাডা হতে পারেন ম্যাচের গেমচেঞ্জার। স্পিন আক্রমণে রশিদ খান ও ওয়াশিংটন সুন্দর যোগ করছেন ভারসাম্য।
সম্ভাব্য একাদশ:
মুম্বাই ইন্ডিয়ান্স:
রায়ান রিকেলটন, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নমন ধীর, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরা।
গুজরাট টাইটান্স:
সাই সুদর্শন, শুবমান গিল, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওটিয়া, শাহরুখ খান, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ।