আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড এবার মাঠের বাইরেও শিরোনামে উঠে এসেছেন। উবারের একটি বিজ্ঞাপনে অংশ নিয়ে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আপত্তির মুখে পড়েন তিনি। তবে দিল্লি হাইকোর্ট শেষ পর্যন্ত সেই মামলা খারিজ করে দিয়েছে।
বেঙ্গালুরুর মালিকপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড অভিযোগ করেছিল উবারের বিজ্ঞাপনটি তাদের ব্র্যান্ডকে ব্যঙ্গ করেছে এবং অনুমতি ছাড়া দলের জনপ্রিয় স্লোগান ‘এ সালা কাপ নামদে’ ব্যবহার করেছে।
৫ এপ্রিল প্রকাশিত ৫৮ সেকেন্ডের সেই বিজ্ঞাপনে দেখা যায় ট্রাভিস হেড একটি স্টেডিয়ামে প্রবেশ করে বেঙ্গালুরুর নামের ওপর স্প্রে করে লেখেন ‘রয়্যালি চ্যালেঞ্জড’ এরপর দৌড়ে পালিয়ে যান একটি উবার মোটরবাইকে চড়ে। যাওয়ার সময় বলেন, ‘আমি ট্রাভিস হেড এবং আমরা হায়দরাবাদি।’
এই দৃশ্য ও স্লোগান ব্যবহারের বিরুদ্ধে বেঙ্গালুরু আদালতের শরণাপন্ন হলেও বিচারপতি সৌরভ ব্যানার্জি বিজ্ঞাপনটিকে ‘ক্রিকেট-ভিত্তিক একটি বিজ্ঞাপনকে এত সংকীর্ণভাবে দেখা উচিত নয়। এতে হাস্যরস থাকলেও অপমান করার মতো কিছু নেই।’
উবারের পক্ষ থেকেও জানানো হয়, ‘বিজ্ঞাপনটি সম্পূর্ণই শহরের যানজট ও মজার প্রেক্ষাপটে বানানো, এতে দল বা খেলোয়াড়দের ছোট করার কোনো উদ্দেশ্য নেই। এটি ভারতীয়দের রসবোধকে সম্মান করেই তৈরি।’
আদালতের মতে, এমন বিজ্ঞাপনকে সংকীর্ণভাবে না দেখে এর পেছনের সৃজনশীলতা ও মজার দিক বিবেচনায় নেওয়া উচিত। ফলে আরসিবির করা মামলা খারিজ করে দেওয়া হয়।
ইউএ / টিডিএস