আইপিএলে এক ম্যাচে শাস্তি ১৩ জনের

নাটকীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শেষ বলে জিতেছে গুজরাট টাইটান্স। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ ওভারে ১৫ রান লাগত শুভমান গিলদের। যা তারা শেষ বলেই নিশ্চিত করেছে। এই ম্যাচ শেষে জরিমানার মুখে পড়েছে উভয় দলই। তবে ক্ষতির পরিমাণটা ম্যাচে পরাজিত মুম্বাইয়েরই বেশি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং ইম্প্যাক্ট ক্রিকেটারসহ দলটির পুরো একাদশকেই জরিমানা গুনতে হচ্ছে।

মুম্বাইয়ের ক্রিকেটারদের জরিমানা করা হয়েছে মন্থর বা স্লো ওভার রেটের কারণে। নির্ধারিত সময়ের মধ্যে তারা বোলিং শেষ করতে পারেনি। এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এই মৌসুমে মুম্বাইয়ের জন্য দ্বিতীয়বারের মতো মন্থর ওভাররেটের ঘটনা ঘটল। তাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ২৪ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে।’

এ ছাড়া মুম্বাইয়ের পুরো একাদশ এবং ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলা কার্ন শর্মাও শাস্তি পেয়েছেন একই কারণে। পান্ডিয়া বাদে তাদের ১১ জনকেই ম্যাচ ফি’র ২৫ শতাংশ বা ৬ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। স্বাভাবিকভাবেই মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে হার্দিক শাস্তিটা বেশি পেয়েছেন। এ নিয়ে আইপিএলের এবারের মৌসুমে একই দোষে দু’বারই শাস্তি পেলেন তিনি। দ্বিতীয়বার একই ঘটনা ঘটায় শাস্তি পেল পুরো দল।

অন্যদিকে, গুজরাটের কোচ আশীষ নেহরা জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি পুনরায় শুরু করার সময় আম্পায়ারকে বারবার তাগাদা দিচ্ছিলেন সাবেক এই ভারতীয় পেসার। আম্পায়ারদের সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোর কারণে আইপিএলের আচরণবিধির ২.২০ ধারার লঙ্ঘন করেছেন নেহরা। যা খেলাধুলার চেতনার পরিপন্থী। সে কারণে গুজরাটের এই প্রধান কোচকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

আইপিএলে আচরণবিধি ভেঙে ডিমেরিট পয়েন্ট পাওয়ার ঘটনা নেহরার জন্যও দ্বিতীয়বার। একইভাবে গত ১৬ এপ্রিল রাজস্থান রয়্যালসের সঙ্গে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ মুনাফ প্যাটেল আচরণবিধি ভেঙেছিলেন। সে কারণে তাকে দেওয়া হয় ডিমেরিট পয়েন্ট।

প্রসঙ্গত, আগে ব্যাট করতে নেমে গতকাল মুম্বাই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সর্বসাকুল্যে ১৫৫ রান তোলে। লক্ষ্য তাড়ায় গুজরাট ১৮ ওভারে ১৩২/৬ রান করতেই শুরু হয় বৃষ্টি। পরে বৃষ্টি আইন বা ডিআরএস অনুযায়ী তাদের লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১৪৭, অর্থাৎ ১ ওভারে তাদের প্রয়োজন ছিল ১৫ রান। দীপক চাহারের সেই ওভারে ১ উইকেট হারালেও জয় নিশ্চিত করে গিল-নেহরার দল গুজরাট।

You may also like