প্লে-অফ স্বপ্নে বাঁচতে চেন্নাইয়ের বিপক্ষে কলকাতা

আজ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও চেন্নাই সুপার কিংস (সিএসকে)। প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে কেকেআরের জন্য এটি কার্যত একটি ‘নকআউট’ ম্যাচ—হার মানেই বিদায়।

গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে রোমাঞ্চকর এক রানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কলকাতা। অ্যান্ড্রে রাসেল আবারো তার চেনা ছন্দে ফিরেছেন। সঙ্গে রয়েছেন রিঙ্কু সিং ও উদীয়মান তরুণ অঙ্গকৃষ রঘুবংশী, যারা ব্যাট হাতে দলকে ভরসা দিচ্ছেন। ওপেনার রহমানুল্লাহ গুরবাজও শেষ ম্যাচে ভালো ফর্মে ছিলেন, যা দলকে আরও আত্মবিশ্বাস জুগিয়েছে।

অন্যদিকে, চেন্নাই সুপার কিংস ইতোমধ্যে প্লে-অফ দৌড় থেকে ছিটকে পড়েছে। তবে মাঠে মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি এখনও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তরুণ ব্যাটার আয়ুষের ৯৪ রানের ঝড়ো ইনিংস নজর কেড়েছে ক্রিকেটবিশ্বে। স্যাম কারেন ও ডিওয়াল্ড ব্রেভিসের ধারাবাহিক পারফরম্যান্সও দলের জন্য বড় ইতিবাচক দিক।

এই ম্যাচটি কেকেআরের প্লে-অফ স্বপ্ন টিকিয়ে রাখার শেষ সুযোগ। শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও।

You may also like