পাঞ্জাব-মুম্বাই ম্যাচ সরানো হলো ধর্মশালা থেকে

by Sports Desk

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার কারণে আইপিএল ২০২৫-এর সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে আয়োজকরা। এই প্রেক্ষাপটে, ১১ মে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মশালার বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ এবং নিরাপত্তা ঝুঁকি থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে ৮ মে ধর্মশালায় নির্ধারিত পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে হওয়ায় ধর্মশালার মতো স্পর্শকাতর ভেন্যুতে ম্যাচ আয়োজনের বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরকারের অনুমতির অপেক্ষায় আছে।

Advertisements

যদি নির্ধারিত সময়ের মধ্যে সরকারের সবুজ সংকেত না মেলে, তাহলে ৮ মে-র ম্যাচটিও অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়া হতে পারে। খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করাই বিসিসিআইয়ের সর্বোচ্চ অগ্রাধিকার।

এই পরিস্থিতিতে আইপিএলের বাকি সূচিতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

You may also like