ফ্রি টিকিটেও গ্যালারি ফাঁকা চট্টগ্রামে

by Sports Desk

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ঘিরে মাঠে নেই আগ্রহ, গ্যালারিতে নেই দর্শকের জোয়ার। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের ভালো পারফরম্যান্স সত্ত্বেও গ্যালারি রয়ে গেছে প্রায় শূন্য।

দর্শক টানতে বিশেষ উদ্যোগও নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় দিনের খেলা স্কুল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ঘোষণা ছিল—ইউনিফর্ম ও স্কুল আইডি কার্ড দেখিয়ে শিক্ষার্থীরা বিনামূল্যে খেলা দেখতে পারবে। কিন্তু তাতেও গ্যালারিতে উল্লেখযোগ্য ভিড় দেখা যায়নি। দিনের প্রথম সেশনেও বেশিরভাগ আসন ফাঁকা।

Advertisements

এর আগেও সিলেট টেস্টে গ্যালারিতে দর্শক ছিল হাতেগোনা। ওই ম্যাচে বাজেভাবে হারে বাংলাদেশ। তবে এবার চট্টগ্রামে মাঠের চিত্র কিছুটা ভিন্ন—প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২২৭ রানে গুটিয়ে দিয়েছে স্বাগতিকরা। তাইজুল ইসলাম একাই শিকার করেন ৬টি উইকেট। এরপর উদ্বোধনী জুটিতে সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় যোগ করেন ১১৮ রান।

তবুও মাঠের এই উন্নত পারফরম্যান্স দর্শকদের ফিরিয়ে আনতে পারেনি। বিশ্লেষকদের মতে, টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতা ও বিনোদনের ঘাটতির কারণে দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে। অনেকের চোখে, বাংলাদেশ দল হারিয়েছে তাদের আস্থা।

বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এই টেস্ট না জিতলে সিরিজ হার অনিবার্য। ফলে চট্টগ্রাম টেস্টটি পরিণত হয়েছে বাংলাদেশের জন্য একপ্রকার বাঁচা-মরার লড়াইয়ে।

আপনি কি চান এই বিষয়ে আরও বিশ্লেষণ বা পরিসংখ্যান যুক্ত করে একটি প্রতিবেদন তৈরি করি?

You may also like