জাতীয় স্টেডিয়ামে ৪০০ চেয়ার সরিয়ে শেড থেকে বাইরে

১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাধারণ গ্যালারিতে ১৮,৩০০ টিকিট অনলাইনে বিক্রির পরিকল্পনা করেছে। তবে গ্যালারির ভেতরে বসার ব্যবস্থাপনায় সমস্যা দেখা দেওয়ায় কিছু পরিবর্তন আনা হচ্ছে।

স্টেডিয়ামের সংস্কারের পর সাধারণ গ্যালারির সব আসন শেডের নিচে থাকলেও এখন সেখানে গাদাগাদি করে বসানো অনেক চেয়ার নিয়ে দর্শকদের চলাফেরা এবং বসা দুরূহ হয়ে উঠছে। বিষয়টি চিহ্নিত করে বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দৃষ্টি আকর্ষণ করেছে। এনএসসি’র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আজমুল হক জানান, এই সমস্যার সমাধানে গ্যালারির ৪০৫টি চেয়ার সরিয়ে মশাল গেটের পাশে দুটি খালি জায়গায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।

২০২১ সাল থেকে জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চললেও এখনও নানা অসঙ্গতি রয়ে গেছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাফুফেকে ২২ মে’র মধ্যে স্টেডিয়াম প্রস্তুত করার সময়সীমা দিয়েছে। এনএসসি আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে স্টেডিয়াম হস্তান্তর সম্ভব হবে। ফ্লাডলাইটসহ অবকাঠামোগত কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।

এদিকে ঘাসের মাঠের দায়িত্ব ইতোমধ্যেই বাফুফের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া প্রেসবক্সসহ আরও কিছু জায়গা এনএসসি পরিদর্শন করছে এবং দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে।

১০ জুনের ম্যাচ ঘিরে ভীষণ উন্মাদনা তৈরি হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরির এই ম্যাচে অভিষেক হওয়ার কথা যা টিকিটের চাহিদা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও কিছু চেয়ার শেড থেকে সরানো হচ্ছে, তবুও এনএসসি আশাবাদী—বাইরে বসিয়ে আসনসংখ্যা অপরিবর্তিত রাখা সম্ভব হবে। সাধারণ গ্যালারির বাইরে ভিআইপি ও ক্লাব হাউজে রয়েছে আরও চার হাজারের বেশি আসন যেগুলো বিদেশ থেকে এনে বসানো হয়েছে।

ইউএ / টিডিএস

You may also like