ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচের তালিকায় আছেন ফাহামিদুল ইসলাম নামের ইতালি প্রবাসী এক ফুটবলার।
রবিবার (৯ ফেব্রুয়ারি) ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলে হামজা চৌধুরীর চেয়েও বড় চমক ফাহামিদুল ইসলাম।
১৮ বছর বয়সী ফাহমিদুলের বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়। তবে তিনি বেড়ে উঠেছেন ইতালিতে। সে দেশের নাগরিকত্বও নিয়েছেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। বয়সভিত্তিক পর্যায় থেকে ইতালিয়ান ঘরোয়া ক্লাব ইউসি সামপদোরিয়া ইয়ুথ ক্লাবে খেলে এসেছেন ফাহমিদুল। ২০২০ সাল থেকে ২০২৪ পর্যন্ত ক্লাবটির হয়ে অনূর্ধ্ব-১৭ ও অনুর্ধ্ব-১৮ পর্যায়ে খেলার পর ২০২৪ এর জুলাইতে যোগ দেন লিগোরনা ক্লাবে।
ফেনীর এই ফাহামিদুল ইসলামকে নিয়ে ৩৮ জনের তালিকায় প্রবাসী ফুটবলার হলেন ৫ জন। অন্য চারজন হলেন-ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী, ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজী ও কানাডা প্রবাসী সৈয়দ শাহ কাজেম কিরমানি।
ইউএ / টিডিএস