১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেটের আগমন

স্পোর্টস ডেস্ক

এক শতাব্দীরও বেশি সময় পর আবারও অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট।

বুধবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ডের মিটিংয়ে ঘোষণা করা হয়েছে যে, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ইভেন্টে ছয়টি করে পুরুষ এবং নারী দল অংশগ্রহণ করবে। প্রতিটি বিভাগের জন্য ৯০ জন করে অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নেবেন। যার ফলে প্রতিটি দল সর্বোচ্চ ১৫ জন ক্রিকেটার নিয়ে গঠন করা যাবে।

যদিও অংশগ্রহণকারী দলগুলো নিশ্চিত করা হয়নি। তবে অলিম্পিক কমিটি ম্যাচের ভেন্যুও নির্ধারণ করেনি। প্রতিযোগিতার ফরম্যাট হিসেবে টি-টোয়েন্টি গ্রহণ করা হয়েছে।

১৯০০ সালে অলিম্পিকে ক্রিকেটে অংশ নিয়েছিল মাত্র দুটি দল—ইংল্যান্ড এবং ফ্রান্স। সেই সময় ইংল্যান্ড ফ্রান্সকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছিল।

২০২৮ সালের ১৪ জুলাই শুরু হবে লস অ্যাঞ্জেলস অলিম্পিক। মোট ৩৬টি ইভেন্টে ৩৫১টি পদকের জন্য প্রতিযোগিতা করবেন ১১,১৯৮ জন অ্যাথলেট।

ইউএ / টিডিএস

You may also like