কক্সবাজারে প্রথমবার ২০০ কিলোমিটার ম্যারাথন

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি কক্সবাজারের মেরিন ড্রাইভে শুরু হতে যাচ্ছে দেশের দীর্ঘতম আলট্রা-ম্যারাথন, ‘কোস্টাল আলট্রা ২০২৫’। ২০০ কিলোমিটার দূরত্বের এই আলট্রা-ম্যারাথন চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

‘সমুদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও’ স্লোগানে তিন দিনের এই আলট্রা-ম্যারাথনের আয়োজন করেছে অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’।

আলট্রা-ম্যারাথন বা আলট্রা রান হলো একটি দীর্ঘ দূরত্বের দৌড় প্রতিযোগিতা, যেখানে সাধারণ ম্যারাথনের ৪২.১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দূরত্ব পাড়ি দিতে হয়। সবচেয়ে ছোট আলট্রা-ম্যারাথন ৫০ কিলোমিটার হয়, তবে কক্সবাজারের মেরিন ড্রাইভে অনুষ্ঠিত এই আলট্রা-ম্যারাথনে ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১০০ মাইল এবং ২০০ কিলোমিটার বিভাগ থাকবে।

কোস্টাল আলট্রা বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি দেশের ইতিহাসে প্রথম ২০০ কিলোমিটার দূরত্বের আলট্রা-ম্যারাথন। এই প্রতিযোগিতায় দেশি-বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশগ্রহণ করবেন। তাদের সহায়তায় থাকবেন ২৫০ জন স্বেচ্ছাসেবক।

এই আলট্রা-ম্যারাথনে অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি নেই এবং অংশগ্রহণকারীদের সকল সেবা বিনামূল্যে দেওয়া হবে। আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন এবং কক্সবাজার জেলা প্রশাসন।

সুপ্তি / টিডিএস

You may also like