ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন তামিম

by Sports Desk

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর দশম রাউন্ডের প্রথম দিনে মাঠে নেমেছে ৬টি দল তিনটি ভেন্যুতে। এর মধ্যে বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যে লড়াই চলেছে। এই ম্যাচেই লিস্ট এ ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরি তুলে নিয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবের ওপেনার আজিজুল হাকিম তামিম।

প্রাইম ব্যাংকের দেওয়া ২০৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে গুলশান। শুরু থেকেই দারুণ ব্যাটিং করতে থাকেন ওপেনার তামিম। যদিও জাওয়াদ আব্বা ৩২ রানে আউট হন, তামিম ক্রিজে অবিচল থাকেন। এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি তুলে নেন তিনি।

Advertisements

৯৯ রানে থাকা অবস্থায় শামীম পাটোয়ারীর বলকে লং অনে উড়িয়ে ছয় মারেন তামিম, এবং ১০৩ বলে সেঞ্চুরিতে পৌঁছান। সেঞ্চুরি করার পরও বেশিক্ষণ ব্যাট করতে পারেননি তামিম। ১০৭ বল খেলে ১০৫ রান করে তিনি আউট হন।

তামিমের সেঞ্চুরির দিনে গুলশান দল বড় জয়ের পথে। আজকের জয় নিশ্চিত হলে গুলশান সুপার লিগ পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করবে।

You may also like