জাতীয় ক্রীড়া পরিষদ আজ সকালে আরচ্যারি, খো খো ফেডারেশন এবং বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে। আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলই থাকছেন। অন্য দুটি ফেডারেশনে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এসেছে।
আরচ্যারি বাংলাদেশে একটি নতুন খেলা হলেও, সর্বশেষ দুই অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত পদক এনে দিয়েছে। এ ফেডারেশনের নেতৃত্বে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সন্তুষ্টি প্রকাশ করেছেন, যার ফলে সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন আনা হয়নি। এই পদে চপল এর আগেও বেশ কয়েকটি মেয়াদে দায়িত্ব পালন করেছেন, এবং তার নেতৃত্বে আরচ্যারি খেলার সাফল্য ও জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের ঘোষিত অ্যাডহক কমিটিতে আরচ্যারি এবং স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদকরা তাদের পদে বহাল রয়েছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেডারেশনগুলোতে একই ব্যক্তি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করার বিপক্ষে। এরই মধ্যে অনেককে তাদের পদ থেকে সরানো হয়েছে। তবে, আরচ্যারি ফেডারেশনের সাফল্য ও উন্নতির জন্য চপলকেই কমিটিতে রাখা হয়েছে বলে ধারণা করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
আরচ্যারি ফেডারেশনের সভাপতি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানকে নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক পদে থাকলেও ক্রীড়াঙ্গনে তার আগ্রহ রয়েছে এবং তিনি বেশ কিছু টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফেডারেশনের পৃষ্ঠপোষক সিটি গ্রুপের একজন প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। এর পাশাপাশি, স্কয়ার গ্রুপের কর্মকর্তা মালিক আল সাঈদকে সহ-সভাপতি এবং সাবেক খেলোয়াড় ইমদাদুল হক মিলন, রুবেল, তানভীরকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রীড়া সংগঠক আলমগীর কবির হয়েছেন যুগ্ম সম্পাদক।
খো খো ফেডারেশনের সভাপতি করা হয়েছে সাবেক আমলা এএইচএম জিয়াউল হককে, এবং সাবেক খেলোয়াড় কায়সার সাদিক সজীব সাধারণ সম্পাদক হয়েছেন। বেসবল-সফটবলে সাবেক আমলা আফজালুর রহমান সভাপতি, এবং সাবেক খেলোয়াড় তালহা জুবায়ের সাধারণ সম্পাদক হয়েছেন। এছাড়া, পৃষ্ঠপোষক এবং সাবেক খেলোয়াড়দের মধ্যে অন্যান্য পদ বণ্টন করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ ৫ আগস্ট থেকে ক্রীড়াঙ্গনে সংস্কার আনতে ফেডারেশনগুলোতে অ্যাডহক কমিটি গঠন শুরু করেছে। এর আগে, ১৪ নভেম্বর, ২৮ জানুয়ারি, এবং ১৯ মার্চ মোট ২১টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত ৫৫টি ফেডারেশন/অ্যাসোসিয়েশনের মধ্যে ২৪টির অ্যাডহক কমিটি গঠিত হয়েছে। বিসিবিতে সভাপতি ও পরিচালক পদে রদবদল হয়েছে, এবং বাফুফেতে একমাত্র পূর্ণাঙ্গ কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।