আর্চারি অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক চপল

স্পোর্টস ডেস্ক

আন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্যোগ নেয়, যার অংশ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ বেশ কিছু ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দেয়। সেই ধারাবাহিকতায় এবার আর্চারি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব বহাল রয়েছে পরিচিত মুখ কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, যিনি ২০০১ সালে ফেডারেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস-উর রহমান।

অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সম্পাদক আলমগীর কবির, কোষাধ্যক্ষ এ কে এম সহিদুজ্জামান। সাবেক খেলোয়াড়দের মধ্যে সদস্য হিসেবে যোগ দিয়েছেন এমদাদুল হক মিলন, রুবেল মহাজন, সারোয়ার হোসেন, সাইদুজ্জামান তুহিন, ও সোহেল রানা। এছাড়া সদস্য হিসেবে তানভীর আহমেদ, মাজহারুল ইসলাম, রুবায়েদ আহমেদ, রুমানা আহমেদ, শিমুল আক্তার, তাহমিনা রহমান এবং সেনাবাহিনী ও বিকেএসপির একজন করে প্রতিনিধি রয়েছেন।

You may also like