ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে এএইচএফ কাপ হকির আসর।
শুক্রবার (১৮ এপ্রিল) গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিমত্তার প্রমাণ দিয়েছে বাংলাদেশ। কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শুভসূচনা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সোহানুর রহমান সবুজ।
ইতিহাস বলছে কাজাখস্তানের বিপক্ষে কখনোই হারেনি বাংলাদেশ। তবে আজকের ম্যাচে ৩৭ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতা থাকায় প্রথমবারের মতো পয়েন্ট খোয়ানোর শঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষ দুই কোয়ার্টারে চার গোল করে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ২০২২ সালের এএইচএফ কাপে কাজাখস্তানকে ৮-০ গোলে হারিয়েছিল তারা।
প্রথম কোয়ার্টারে কোনো গোল করতে না পারলেও দ্বিতীয় কোয়ার্টারে ৯ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের হয়ে স্কোরলাইন খুলে দেন। ছয় মিনিট পরই সমতায় ফেরে কাজাখস্তান, পেনাল্টি কর্নার থেকেই আসে তাদের গোল। দুই দলই ১-১ সমতা নিয়ে মধ্য বিরতিতে যায়।
তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৮ মিনিটে নাইম উদ্দিন পেনাল্টি কর্নার থেকে আবার লিড এনে দেন। এর এক মিনিট পরই রাকিবুল হাসানের ফিল্ড গোলে ব্যবধান ৩-১ হয় এবং এখান থেকেই ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ পুরোপুরি নিশ্চিত হয়।
৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সোহানুর রহমান সবুজ তার দ্বিতীয় গোলটি করলে বাংলাদেশের স্কোরলাইন দাঁড়ায় ৪-১। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ পায় একটি পেনাল্টি স্ট্রোক। সেখানে গোল করে ব্যবধান ৫-১ করেন আশরাফুল ইসলাম। বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের দল।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী রবিবার স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এই টুর্নামেন্টে দুই গ্রুপের শীর্ষ দুই দলই শুধু সেমিফাইনাল খেলবে না পাশাপাশি তারা নিশ্চিত করবে আসন্ন এশিয়া কাপের মূল পর্বেও জায়গা। এএইচএফ কাপে টানা গত চার আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবারও লক্ষ্য সেই শিরোপা ধরে রাখা।
ইউএ / টিডিএস