প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন হলো জ্যোতিরা

by Sports Desk

ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন ক্রিকেট লিগে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল শেলটেক ক্রিকেট একাডেমি। বুধবার টুর্নামেন্টের শেষ দিনে চ্যাম্পিয়নদের হাতে শিরোপা তুলে দেওয়া হয়।

টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং নারী ক্রিকেট শাখার চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে শিরোপা তুলে দেন।

Advertisements

এই দিন রাজধানীর ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে আবাহনীর বিরুদ্ধে ১১৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে মোহামেডান। প্রথমে ব্যাট করে মোহামেডান ৭ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করে। পরে আবাহনী ৩৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায়।

শেলটেক তাদের শেষ ম্যাচে বিকেএসপির বিরুদ্ধে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায়। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিকেএসপি ৭ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে। শেলটেক ৩২.২ ওভারে জয় নিশ্চিত করে। শারমিন সুলতানা ৭১ রান এবং অধিনায়ক জ্যোতি ৪৩ রান করেন।

You may also like